ক্রীড়া ডেস্ক
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে ৬ মাস পেরিয়ে গেছে। দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তবু নাভিন উল হক থাকলেই পুরোনো টুর্নামেন্টের প্রসঙ্গ (২০২৩ আইপিএল) চলে আসে আপনা আপনি। আফগান পেসারের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলিও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ২০২৩ আইপিএলে খেলেছেন কোহলি। নাভিন খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ১ মে আরসিবি-লক্ষ্ণৌ ম্যাচে কথা কাটাকাটিতে জড়ান নাভিন ও কোহলি। এরপর ৯ মে ওয়াংখেড়েতে হয়েছিল আরসিবি-মুম্বাই ম্যাচ। সেই ম্যাচ টিভিতে দেখছিলেন আর আম খাচ্ছিলেন নাভিন। ইনস্টাগ্রাম স্টোরিতে আফগান এই পেসার তখন লেখেন, ‘মিষ্টি আম।’ মুহূর্তেই তা ভাইরাল হলে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন এভাবে যে পোস্টটা হয়তো কোহলিকে উদ্দেশ্য করেই দেওয়া।
প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও ‘মিষ্টি আমের’ প্রসঙ্গ এসেছে নাভিনের কাছে। লক্ষ্ণৌর ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে আফগান পেসার বলেন, ‘আম খাওয়ার কথা আমি ধাভাল ভাইকে (লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টিম লজিস্টিকস)। সেই রাতেই তিনি আমের ব্যবস্থা করে ফেলেন। যখন আমরা গোয়া গিয়েছিলাম, তিনি আম কিনেছিলেন। টিভির সামনে বসে আম খাচ্ছিলাম। সেখানে কোনো ছবি বা কিছুই ছিল না (কোহলির)। মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়েরা ছিল টিভিতে। তাই আমি ‘মিষ্টি আম’ লিখেছিলাম এবং অনেকে সেটা ভিন্নভাবে নিয়েছেন। তাই তখন কিছুই বলিনি। এড়িয়ে গেছি। তখন আমের মৌসুম চলছিল। আমি ভেবেছিলাম যদি মানুষের ব্যবসা একটু ভালো হয়।’
২০২৩ বিশ্বকাপে দিল্লিতে হয়েছিল ভারত-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচে ‘পুরোনো শত্রুতা’ ভুলেই যে বন্ধু হয়ে গেলেন কোহলি ও নাভিন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন। কোহলির প্রশংসাও তখন করেছেন নাভিন। লক্ষ্ণৌর প্রকাশিত ভিডিওতে গতকাল বিশ্বকাপ চলাকালীন ঘটনার প্রসঙ্গেও কথা বলেছেন।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে ৬ মাস পেরিয়ে গেছে। দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তবু নাভিন উল হক থাকলেই পুরোনো টুর্নামেন্টের প্রসঙ্গ (২০২৩ আইপিএল) চলে আসে আপনা আপনি। আফগান পেসারের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলিও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ২০২৩ আইপিএলে খেলেছেন কোহলি। নাভিন খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ১ মে আরসিবি-লক্ষ্ণৌ ম্যাচে কথা কাটাকাটিতে জড়ান নাভিন ও কোহলি। এরপর ৯ মে ওয়াংখেড়েতে হয়েছিল আরসিবি-মুম্বাই ম্যাচ। সেই ম্যাচ টিভিতে দেখছিলেন আর আম খাচ্ছিলেন নাভিন। ইনস্টাগ্রাম স্টোরিতে আফগান এই পেসার তখন লেখেন, ‘মিষ্টি আম।’ মুহূর্তেই তা ভাইরাল হলে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন এভাবে যে পোস্টটা হয়তো কোহলিকে উদ্দেশ্য করেই দেওয়া।
প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও ‘মিষ্টি আমের’ প্রসঙ্গ এসেছে নাভিনের কাছে। লক্ষ্ণৌর ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে আফগান পেসার বলেন, ‘আম খাওয়ার কথা আমি ধাভাল ভাইকে (লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টিম লজিস্টিকস)। সেই রাতেই তিনি আমের ব্যবস্থা করে ফেলেন। যখন আমরা গোয়া গিয়েছিলাম, তিনি আম কিনেছিলেন। টিভির সামনে বসে আম খাচ্ছিলাম। সেখানে কোনো ছবি বা কিছুই ছিল না (কোহলির)। মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়েরা ছিল টিভিতে। তাই আমি ‘মিষ্টি আম’ লিখেছিলাম এবং অনেকে সেটা ভিন্নভাবে নিয়েছেন। তাই তখন কিছুই বলিনি। এড়িয়ে গেছি। তখন আমের মৌসুম চলছিল। আমি ভেবেছিলাম যদি মানুষের ব্যবসা একটু ভালো হয়।’
২০২৩ বিশ্বকাপে দিল্লিতে হয়েছিল ভারত-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচে ‘পুরোনো শত্রুতা’ ভুলেই যে বন্ধু হয়ে গেলেন কোহলি ও নাভিন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন। কোহলির প্রশংসাও তখন করেছেন নাভিন। লক্ষ্ণৌর প্রকাশিত ভিডিওতে গতকাল বিশ্বকাপ চলাকালীন ঘটনার প্রসঙ্গেও কথা বলেছেন।
১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
১৮ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
১ ঘণ্টা আগেশেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
২ ঘণ্টা আগে