Ajker Patrika

যে বিশেষ মাইলফলকের সামনে কোহলি-রোহিত 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮: ৫৫
যে বিশেষ মাইলফলকের সামনে কোহলি-রোহিত 

অ্যাডিলেডে জস বাটলারের ছক্কার পর উল্লাসিত ইংল্যান্ড ক্রিকেট দল। বিপরীতে ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে একরাশ হতাশা। ঘটনা ২০২২-এর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের। এই ম্যাচের পর থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের সামনেই এখন রেকর্ডের হাতছানি। 

ভারতের জার্সিতে গত ১৪ মাস কোনো টি-টোয়েন্টি কোহলি-রোহিত খেলেননি ঠিকই, তবে তাঁরা খেলেছেন ২০২৩ আইপিএল। গত বছরের আইপিএলে কোহলি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন রোহিত। সেই কোহলি-রোহিত ১৪ মাস পর ডাক পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। ১১ জানুয়ারি মোহালিতে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত ফেরেন অধিনায়ক হয়েই। যদিও রানের খাতা খুলতে পারেননি ফেরার ম্যাচে। ইন্দোরে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেললে এক মাইলফলক অর্জন করবেন রোহিত। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০তম ম্যাচ খেলবেন তিনি। 

রোহিত ফিরলেও কোহলি এখনো ফেরেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ মাস পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন কোহলি। ফেরার ম্যাচেই তিনি দাঁড়িয়ে আছেন এক মাইলফলকের সামনে। ৩৫ রান করলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রান করবেন ভারতীয় এই ব্যাটার, যেখানে ৪০০৮ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত তিনি করেছেন ৭২৬৩ রান। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের জার্সিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট কোহলি। ছবি: এএফপি ১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ২২ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। মালিক ও পোলার্ড স্বীকৃত টি-টোয়েন্টিতে করেছেন ১২৯৯৩ ও ১২৪৩০ রান। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক: 
ক্রিস গেইল: ১৪৫৬২ 
শোয়েব মালিক: ১২৯৯৩ 
কাইরন পোলার্ড:  ১২৪৫৪  
বিরাট কোহলি: ১১৯৬৫ *
অ্যালেক্স হেলস: ১১৭৬৪ 
* ২০২৪-এর ১৪ জানুয়ারি ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির আগ পর্যন্ত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ: 
রোহিত শর্মা (ভারত) : ১৪৯ *
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) : ১৩৪ 
জর্জ ডকরেল (আয়ারল্যান্ড) : ১২৮ 
শোয়েব মালিক (পাকিস্তান/আইসিসি) : ১২৪ 
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : ১২২ 
*২০২৪-এর ১৪ জানুয়ারি ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির আগ পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত