Ajker Patrika

মাঠেই কোহলিকে জড়িয়ে ধরা সেই ভক্ত গ্রেপ্তার 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৮
মাঠেই কোহলিকে জড়িয়ে ধরা সেই ভক্ত গ্রেপ্তার 

১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা, তা-ও আবার দেশের মাঠে। ইন্দোরের হোলকার স্টেডিয়াম যেন প্রস্তুত ছিল বিরাট কোহলির জন্যই। ভক্ত-সমর্থকদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতেই যে ছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইন্দোরে গতকাল মুখোমুখি হয়েছিল ভারত-আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাটিং পায় আফগানিস্তান। আফগানদের ব্যাটিংয়ের সময় কোহলি যখন ফিল্ডিং করছিলেন, প্রতিবারই দর্শকেরা করতালি দিচ্ছেন। ইনিংসের ১৮তম ওভারের সময় কোহলির সঙ্গে যে পরিচয় ঘটে ‘খ্যাতির বিড়ম্বনা’ বিষয়ের। মাঠে ঢুকে হঠাৎ কোহলির পা ছুঁয়েছেন ভক্ত। এরপর ভারতীয় ক্রিকেটারকে জড়িয়ে ধরেন তিনি (ভক্ত)। ভক্তের সঙ্গে আলিঙ্গন করেন কোহলিও।  এই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। তবে ঘটনা যে এখানেই শেষ নয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ ভক্তকে নিয়ে গেছেন তুকোগঞ্জ পুলিশ স্টেশনে। এক পুলিশ কর্মকর্তার দাবি, সেই তরুণ ভক্তের ম্যাচ দেখার টিকিট ছিল এবং নরেন্দ্র হিরওয়ানি গেট থেকে মাঠে এসেছেন। গ্যালারির বেড়া টপকে ভক্ত মাঠে এসেছেন বলে দাবি পুলিশ কর্মকর্তার।

বিরাট কোহলিকে এভাবেই মাঠে জড়িয়ে ধরেন এক ভক্ত।

কোহলি এই দিন আরও এক রেকর্ড গড়ার কাছাকাছি চলে যায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের প্রথম ব্যাটার হিসেবে ১২ হাজার রান করতে পারতেন। তবে ৬ রানের জন্য তা সম্ভব হয়নি। ১৫ বলে ২৯ রান করে আউট হয়েছেন। ভারতও সিরিজ নিশ্চিত করে ফেলেছে এই ম্যাচে। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায়। সেই রান তাড়া করে ভারত ১৫.৪ ওভারেই করে ফেলে ৪ উইকেটে ১৭৩ রান। ম্যাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত