জমে আছে অনেক ছবি
হতাশার মেঘ যেন কিছুতেই কাটছে না ঢাকাই ছবির আকাশ থেকে। প্রযোজকের অভাব, ভালো গল্পের অভাব, নির্মাণের দুর্বলতা, শিল্পীদের পেশাদারত্বের অভাব, সিনেমা হল বন্ধ হয়ে যাওয়াসহ নানা সংকট মোকাবিলা করে গেল বছরটাও খুঁড়িয়ে চলেছে ঢালিউড। তার ওপর ছিল করোনার প্রকোপ। ২০২০ সালে মুক্তি পেয়েছে মাত্র ১৫টি ছবি, ২০২১ সালে সংখ