Ajker Patrika

মনের মানুষের খোঁজে মোশাররফ-মিম

আপডেট : ১২ মে ২০২২, ১৩: ৪১
মনের মানুষের খোঁজে মোশাররফ-মিম

মানুষ নিজেকেও তত খোঁজে না, যত খোঁজে মনের মানুষ! পরিচালক সঞ্জয় সমাদ্দার সেই মনের মানুষ খোঁজার চেষ্টা করেছেন তাঁর নতুন নাটকে। মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে তিনি নির্মাণ করলেন নাটক ‘মনের মানুষ’। ফয়সাল আজাদ

প্রযোজিত নাটকটি আসছে ঈদে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

‘মনের মানুষ’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমপ্রায় আট বছর পর ‘মনের মানুষ’ নাটকের মাধ্যমে আবার একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। মিম বলেন, ‘গল্পটাই আমাকে টেনেছে। ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করা হয়েছে। এই ধরনের চরিত্রে আগে কাজ করিনি। চরিত্রটি একদম অন্য রকম। রোজার ঈদের আগেই শুটিং শেষ হয়েছে।’ পরিচালক সঞ্জয় সমাদ্দার জানালেন, মোশাররফ করিম ও মিম স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। মিম শহরতলিতে পড়াশোনা করা মেয়ে। নাম সোনিয়া। তাঁর স্বামী আনোয়ার থাকে বিদেশে। আনোয়ার দেশে ফেরার পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনা কীভাবে সামাল দিয়ে একে অপরের মনের মানুষ হয়ে ওঠেন, তা নিয়েই গল্প। পরিচালক বলেন, ‘মিমের সবচেয়ে বড় গুণ, তিনি সময় মেইনটেইন করেন। ভালো কাজ করার জন্য মিমের ইচ্ছা আর চেষ্টা আমাকে মুগ্ধ করেছে।’এর আগে মোশাররফ করিম-মিম জুটি হয়ে ‘প্রেম পাগল’, ‘মাইনাসে প্লাসে মাইনাস’, ‘হারানো সুর’, ‘কোনো এক প্রেমিক’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। মিম বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রায় আট বছর পর কাজ করলাম। ওনার সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতেও পারি।’

 মোশাররফ করিমকে নিয়ে এর আগে সঞ্জয় সমাদ্দার ‘যে শহরে টাকা ওড়ে’, ‘অমানুষ’-এর মতো কাজ করে প্রশংসিত হয়েছেন। মিমের সঙ্গে এবারই তাঁর প্রথম কাজ। সঞ্জয় সমাদ্দার ছয় বছর ধরে মিমকে নিয়ে কাজের পরিকল্পনা করছেন। প্রতি ঈদেই কোনো না কোনো কাজের কথা ভাবেন, কিন্তু গল্প, চিত্রনাট্য কিংবা শিডিউল জটিলতার কারণে কাজ করা যায়নি। এবার সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা গেল বলে জানান মিম।

মোশাররফ করিম।ছোট পর্দা থেকে এক সময় নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মিম। গত ঈদে তিনটি নাটকে অভিনয় করেছেন। তাহসানের সঙ্গে অভিনীত নাটকগুলো বেশ প্রশংসাও পেয়েছে। মিম বলেন, ‘আমি সিনেমার কাজে ব্যস্ত ছিলাম। এখন কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ঠিক কবে মুক্তি পাবে জানি না। এই ফাঁকে ঈদের বিশেষ নাটকে অভিনয়ের প্রস্তাব পেলাম। ভক্তদের কথা ভেবেই ঈদের নাটকে অভিনয় করছি। বিশেষ দিনের বিশেষ নাটকে ভক্তরা আমাকে দেখতে পাবেন।’

আসছে ঈদে ভিকি জাহেদের পরিচালনায় একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত