Ajker Patrika

বিয়ের আসরে মিম-সনি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ২২
বিয়ের আসরে মিম-সনি

বিয়ের পিঁড়িতে বসলেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। জানা গেছে, সনাতন ধর্মমতে আজ মঙ্গলবার বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে। দুই দিন আগে হয়েছে গায়ে হলুদ। মিমের বিয়ের দাওয়াত পেয়েছেন এমন এক অতিথি বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

গেল কয়েক দিন ধরেই মিমের বিয়ের খবর চাউর। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পাওয়া যায়। যেটি পোস্ট করেছেন দেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। ছবিতে নীল-সোনালি রঙা লেহেঙ্গা পরে মিম এবং একই রঙের অর্থাৎ ম্যাচিং করা পাঞ্জাবি পরে আছেন মিমের স্বামী সনি পোদ্দার। তাঁদের সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন বিপ্লব সাহা। তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিমকে শুভকামনা জানান।

বিয়ের আসরে মিম ও সনিঅন্যদিকে মিমের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গত বছরের ১০ নভেম্বর সনির সঙ্গে আংটি বদলের কথা নিশ্চিত করেছিলেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তখন বাগদান সম্পন্ন হয়।

মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন বলে জানিয়েছিলেন মিম। ছয় বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাঁদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেন গত বছরের জন্মদিনে বাগদান সেরে নেওয়ার। সে অনুযায়ীই দুজনের বাগদান হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত