মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। আগেই জানিয়েছিলেন, এই বিশেষ দিনে ভক্তদেরকে বিশেষ সারপ্রাইজ দেবেন তিনি। এই সারপ্রাইজ হবে তাঁর নতুন জীবন সম্পর্কিত। কথা রাখলেন মিম।
বুধবার রাত নয়টা নাগাদ ফেসবুকে হবু বরের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জানান দিলেন, বাগদান হয়ে গেছে তাঁর।
ওই পোস্টে মিম লিখেছেন, '৬ বছর আগেই আমার এই সুখের যাত্রা শুরু। আজ আমার জীবনের একটি বিশেষ দিন। আজই সেই সুখের যাত্রা শুরু। শুরু কলাম জীবনের নতুন অধ্যায়। ফাইনালি এনগেইজড!’
হবু বর সম্পর্কে এর বেশি কিছু লেখেননি মিম। এমনকি জানাননি হবু বরের নাম, পরিচয়। ফেসবুক পোস্টের তলায় জুড়ে দিয়েছেন একাধিক প্রতিষ্ঠানের নাম, যারা মিমের বাগদানের ছবি তোলায় সহযোগিতা করেছেন।
নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ও হবু বরের পরিচয় জানতে মিমকে কয়েকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিমের বাগদানের ঘোষণার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। মিডিয়ার সহকর্মীরাও তাঁকে শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছেন।
মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। আগেই জানিয়েছিলেন, এই বিশেষ দিনে ভক্তদেরকে বিশেষ সারপ্রাইজ দেবেন তিনি। এই সারপ্রাইজ হবে তাঁর নতুন জীবন সম্পর্কিত। কথা রাখলেন মিম।
বুধবার রাত নয়টা নাগাদ ফেসবুকে হবু বরের সঙ্গে নিজের ছবি পোস্ট করে জানান দিলেন, বাগদান হয়ে গেছে তাঁর।
ওই পোস্টে মিম লিখেছেন, '৬ বছর আগেই আমার এই সুখের যাত্রা শুরু। আজ আমার জীবনের একটি বিশেষ দিন। আজই সেই সুখের যাত্রা শুরু। শুরু কলাম জীবনের নতুন অধ্যায়। ফাইনালি এনগেইজড!’
হবু বর সম্পর্কে এর বেশি কিছু লেখেননি মিম। এমনকি জানাননি হবু বরের নাম, পরিচয়। ফেসবুক পোস্টের তলায় জুড়ে দিয়েছেন একাধিক প্রতিষ্ঠানের নাম, যারা মিমের বাগদানের ছবি তোলায় সহযোগিতা করেছেন।
নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ও হবু বরের পরিচয় জানতে মিমকে কয়েকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিমের বাগদানের ঘোষণার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। মিডিয়ার সহকর্মীরাও তাঁকে শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছেন।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
৯ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
১৩ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে