Ajker Patrika

ছবিতে দেখুন মিমের বিয়ে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬: ৫৮
ছবিতে দেখুন মিমের বিয়ে

বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাঁর স্বামী সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। দীর্ঘ ৬ বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যসহ তাদের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বুধবার বিকেলে ফেসবুকে বরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। এর ক্যাপশনে বিয়ের বিষয়টিও জানান তিনি। ছবির ক্যাপশনে মিম লেখেন,‘কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি। কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি, তুমি না আমি? শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’

মিমের পোস্ট করা বিশেষ এ দিনের মুহূর্তগুলো ফ্রেমবন্দী করেছেন রেমিনিসেন্স ফটোগ্রাফির তিন আলোকচিত্রী আতা এম আদনান, রাশেম বাপ্পি ও আনন্দ এম হায়দার। দেখে নেওয়া যাক মিমের জীবনের বিশেষ এ মুহূর্তের ছবিগুলো।

গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তাঁর বাগদান সম্পন্ন হয়।

সনি-মিমের বিয়ের ছবি

মঙ্গলবার দুপুরে ধুমধাম আয়োজনে সিঁথিতে সিঁদুর পরেন ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির এই নায়িকা। সনাতন ধর্মরীতি মেনেই বিয়ে হয় মিমের। শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

পরিচয়ের সাত মাসের মাথায় মিমকে প্রেমের প্রস্তাব দেন সনি। মিম তখন থেকেই ঠিক করে রেখেছিলেন বিয়েটা করবেন।

২০১৯ সালের শেষের দিকে মিম তাঁর বাড়ির সবাইকে রাজি করান। এরপর আস্তে আস্তে বিয়ের প্রক্রিয়াটা এগিয়েছে

মিমের বিয়ের ছবি

পরিবারকে জানানোর আগে মিমের বোন, কাছের বন্ধু ও ফেরদৌস জানতেন এ প্রেমের কথা

সনি সম্পর্কে মিম বলেন, ‘সে খুবই বিনয়ী আর লক্ষ্মী ছেলে। এর সঙ্গে আমার বোঝাপড়া ভালো। যখন আমি আপসেট থাকতাম, সে আমাকে হাসানোর চেষ্টা করত, মন ভালো করে দিত। এ ছাড়া আমার কাজ নিয়ে খুবই সাপোর্ট দিত’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত