এ সপ্তাহের সিনেমা: দামাল
‘পরাণ’-এর সাফল্যের পর পরিচালক রায়হান রাফীর এবারের বাজি ‘দামাল’ নিয়ে। পরাণে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। তাঁরা আবারও জুটি হয়েছেন ‘দামাল’-এ। এতে আরও আছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি প্রমুখ। সারা দেশের ১৮টি হলে আজ মুক্তি পাচ্ছে দামাল। ফুটব