বিনোদন প্রতিবেদক, ঢাকা
আলোচিত চিত্রনায়িকা পরীমণির একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর ) দিবাগত রাত পৌনে ১টায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন।
পরীমণি লিখেছেন, 'আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।'
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষপর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন।
গত নভেম্বরে বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ করে পরীমণি ফেসবুকে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ মিমের সঙ্গে স্বামী শরিফুল ইসলাম রাজের কথোপকথনের দিকে ইঙ্গিত করে পরীমণি লিখেছিলেন, ‘রাজ, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’
তবে তখন এই বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁমকি দেন তিনি।
মিমের ফেসবুক স্ট্যাটাসের উত্তরে তখন পরীমণি লেখেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ—সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো, রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
পরীমণি তখন আরও লেখেন, ‘এই যে মিম, তুমি বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু মিম তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে মিম জুটি হয়ে কাজ করুক। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’
তবে কি এই ঝামেলার জেরেই পরিণতিতে ভাঙতে চলেছে রাজ-পরীর সংসার। এ নিয়ে অবশ্য নায়িকা এখনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।
চলতি বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয় তাঁদের।
তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায় । তাঁরা বিয়ের বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। রাজ্য নামে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।
পরীমণি সম্পর্কিত আরও পড়ুন:
আলোচিত চিত্রনায়িকা পরীমণির একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর ) দিবাগত রাত পৌনে ১টায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন।
পরীমণি লিখেছেন, 'আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।'
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষপর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন।
গত নভেম্বরে বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ করে পরীমণি ফেসবুকে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ মিমের সঙ্গে স্বামী শরিফুল ইসলাম রাজের কথোপকথনের দিকে ইঙ্গিত করে পরীমণি লিখেছিলেন, ‘রাজ, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’
তবে তখন এই বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁমকি দেন তিনি।
মিমের ফেসবুক স্ট্যাটাসের উত্তরে তখন পরীমণি লেখেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ—সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো, রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
পরীমণি তখন আরও লেখেন, ‘এই যে মিম, তুমি বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু মিম তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে মিম জুটি হয়ে কাজ করুক। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’
তবে কি এই ঝামেলার জেরেই পরিণতিতে ভাঙতে চলেছে রাজ-পরীর সংসার। এ নিয়ে অবশ্য নায়িকা এখনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।
চলতি বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয় তাঁদের।
তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায় । তাঁরা বিয়ের বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। রাজ্য নামে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।
পরীমণি সম্পর্কিত আরও পড়ুন:
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৮ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৯ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১ দিন আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১ দিন আগে