Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা: দামাল

এ সপ্তাহের সিনেমা: দামাল

‘পরাণ’-এর সাফল্যের পর পরিচালক রায়হান রাফীর এবারের বাজি ‘দামাল’ নিয়ে। পরাণে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। তাঁরা আবারও জুটি হয়েছেন ‘দামাল’-এ। এতে আরও আছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি প্রমুখ। সারা দেশের ১৮টি হলে আজ মুক্তি পাচ্ছে দামাল। ফুটবলকেন্দ্রিক গল্পের এ সিনেমা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে গড়ে ওঠা স্বাধীনবাংলা ফুটবল দলের অনুপ্রেরণায়। তবে বায়োগ্রাফি নয়, ইতিহাস থেকে গল্পের সারসংক্ষেপ নিয়ে নতুনভাবে গল্প সাজিয়েছেন নির্মাতা।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দামালের মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফীর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা। সিনেমায় শরীফুল রাজকে দেখা যাবে স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে। যার নাম মুন্না। দামালের শুটিংয়ের আগে তিন-চার মাসের ট্রেনিং করেছেন তিনিও। মুন্নার স্ত্রী হাসনার চরিত্রে আছেন মিম।

এবারই প্রথম কোনো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করলেন মিম। তিনি বলেন, ‘যেহেতু গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার, তখনকার কস্টিউম, লুক—সবকিছু ঠিকঠাক রাখার একটা বিষয় ছিল। প্রথমবার সেটে গিয়ে সেখানকার পরিবেশ দেখে মনে হয়েছে, আসলেই আমি মুক্তিযুদ্ধের সময়ে আছি।’
‘পরাণ’-এর পর ‘দামাল’-এর ব্যবসায়িক সাফল্য নিয়েও নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা উর্ধমুখী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত