Ajker Patrika

দুবাইয়ে মিমের ডাবল উদ্‌যাপন

দুবাইয়ে মিমের ডাবল উদ্‌যাপন

দাম্পত্য জীবনের এক বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ বছরের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। প্রথম বিবাহবার্ষিকী তিনি উদ্‌যাপন করবেন দুবাইয়ে বসে। জীবনসঙ্গীর সঙ্গে গতকাল মধ্যপ্রাচ্যের জাদুকরী শহর দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন মিম। সেখানে নতুন বছর ও বিবাহবার্ষিকী—

ডাবল উদ্‌যাপন শেষ করে মিম দেশে ফিরবেন জানুয়ারি মাসের ৮ তারিখে। মিম বলেন, ‘বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতেই দুবাই যাওয়ার পরিকল্পনা। এর মধ্যে নতুন বছর চলে আসছে। সেখানে অনেক আয়োজন করে নতুন বছর সেলিব্রেট করা হয়। বিবাহবার্ষিকী ও নতুন বছর—দুটোই সেলিব্রেট করার জন্য এ পরিকল্পনা।’

বিয়ের প্রথম বছরটা খুবই ভালো কেটেছে মিমের। মাঝেমধ্যে সময় পেলে শ্বশুরবাড়ি কুমিল্লা চলে গেছেন। আর বাকিটা সময় ঢাকায় ব্যস্ত ছিলেন পেশাগত কাজে। তবে ব্যক্তিজীবনে যে একেবারেই সমস্যা আসেনি, তাও নয়। বছরের শেষভাগে এসে সহ-অভিনেতা শরিফুল রাজের সঙ্গে মিমের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। তবে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন চমৎকারভাবে। ঝামেলা থেকে দূরে থাকতে রাজের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংসারজীবনের মতো চলচ্চিত্রেও স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন মিম। চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাইকে অভিনয়ে মুগ্ধ করেছেন তিনি। এ ছাড়া ‘দামাল’ সিনেমা দিয়েও ছিলেন আলোচনায়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও সক্রিয় ছিলেন মিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত