আসছে শরৎ বাজছে সুর
বর্ষার রিনিঝিনি সুর ফুরাতে না ফুরাতেই আসছে শরৎ, ভাসছে মেঘ। প্রকৃতিতে বাজছে সেই সুর মন্দ মন্থরে। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সাদা কমলায় মেশানো শিউলি ফুলের দল। পাখির মতো ডানা মেলে ছুটছে ফুরফুরে সাদা বাউল মেঘ। সাজসাজ রব নদীর ধারের কাশবনে, থরে থরে ফোটাবে কাশের ফুল, জলে কুঁড়ি মেলবে পদ্ম, ফুটবে শিউলি।