পোশাকে শরতের প্রশান্তি
দীর্ঘ বর্ষার পর শরতের আগমনে যেন প্রকৃতির অবসাদ কেটে যায়। মাথার ওপর সুনীল আকাশ, তাতে গা ভাসিয়ে দেয় তুলোর মতো শুভ্র মেঘ। দিনের শুরুতেই সূর্য ছড়িয়ে দেয় স্বর্ণাভ আভা। দিনময় থাকে ঝরঝরে ভাব, শেষ রাত কাটে শীতলতায়। বৃষ্টির ছিটেফোঁটা যে একেবারেই নেই, তা বলা যায় না। মেঘরাজ্য়ে যখন খুনসুটি চলে, তখন একপশলা বৃষ্ট