Ajker Patrika

ট্রেন্ডে এখন ঢিলেঢালা পোশাক

সানজিদা সামরিন, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০: ১৮
ট্রেন্ডে এখন ঢিলেঢালা পোশাক

পোশাকের ট্রেন্ড কখন কী হবে, সেটা সব সময় বলা সম্ভব নয়। এই স্কিন টাইট তো এই ঢিলেঢালা। আবার কদিন বাদে অন্য কিছু। মানুষ ও ফ্যাশন যত দিন আছে, এই বৈচিত্র্য থাকবেই।

তবে প্রশ্ন হলো, ক্লোজেটে নতুন কিছু যোগ করার কথা ভাবছেন কি? উত্তরটা যদি হ্যাঁ হয়, তবে চলতি হাওয়ার প্রবাহে একটু উসকে দেওয়াই যায়। আশপাশে তাকালেই টের পাবেন, একেবারে আঁটসাঁট, টাইট ফিট পোশাকের পরিবর্তে আকারে খানিক বড় বা ওভার সাইজ পোশাক-আশাকে স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছেন তরুণীরা; বিশেষ করে পশ্চিমা ঘরানার পোশাক পরতে যাঁরা অভ্যস্ত, তাঁরা বেছে নিচ্ছেন ঢিলেঢালা টি-শার্ট, ক্রপ টপ, প্যান্ট, ট্রাউজার, লুজ ফিটিং শার্টসহ আরও অনেক রকম পোশাক। ফ্যাশন রানওয়ে থেকে শুরু করে স্ট্রিট স্টাইল ফলোয়াররাও বুঁদ হয়ে আছেন ওভার সাইজ পোশাকের প্রেমে।

ঢিলেঢালা ডেনিম প্যান্ট
ডেনিম মানেই এককথায় কুল। ভ্যাপসা গরমের দিনগুলোয় ক্যাজুয়াল আউটফিটে নিমেষেই পা গলাতে পারেন ঢিলেঢালা ডেনিম প্যান্টে। এর সঙ্গে ওপরে পরা যেতে পারে সাদা রঙের ক্রপ টপ বা ঢিলেঢালা টি-শার্ট।  

কিমানো 
নিজের সঠিক মাপ থেকে এক-দুই সাইজ বড় কিমানো কিন্তু চড়িয়ে নিতেই পারেন গায়ে। স্বভাবে যাঁরা একটু আলসে, তাঁরা ঝটপট বাইরে বা ক্লাসে যাওয়ার জন্য তৈরি হতে এর চেয়ে ভালো সমাধান পাবেন না নিশ্চিত। কিমানো চলতি ফ্যাশনে একটা বড় জায়গা দখল করে নিয়েছে গত এক বছরে।

ব্যাগি শার্ট 
প্রশ্নটা যদি হয় ব্যাগি পোশাক কি ফ্যাশনেবল? উত্তরটা খুব সহজ। ফ্যাশন ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছে এখন এই ট্রেন্ড। স্টাইলিশ দেখাতে ফিটিং ডেনিম প্যান্ট বা জেগিংসের সঙ্গে ওভার সাইজ ব্যাগি শার্ট 
পরতে পারেন। পায়ে গলিয়ে নিন সাদা টেনিস সু। ক্যাজুয়াল দিনগুলোতেও পাওয়া যাবে রক অ্যান্ড রোল লুক।
 
একটু বড় ডেনিম জ্যাকেট
ডেনিমের ব্যাগি জ্যাকেট বা কোটের ট্রেন্ড চলছে এখন। বলা ভালো, এগুলো সব সময়ই ট্রেন্ডি। চিরতরুণ এই পোশাকের দামও সব সময় হাতের নাগালেই থাকে। বন্ধুদের গেট টুগেদারে লেদার প্যান্টের ওপর ওভার সাইজ ডেনিম জ্যাকেট চড়িয়ে নিলেই আর বাড়তি চিন্তা করতে হয় না। তবে আবহাওয়া ঠান্ডা থাকলেই এ পোশাকে আরাম মিলবে। অনুষঙ্গ হিসেবে থাকতে পারে হাই হিল ও ম্যাচিং সানগ্লাস।

ট্রাউজারও ঢিলেঢালা
ঢিলেঢালা ট্রাউজার, প্যান্ট ও পালাজ্জো রাজত্ব করছে তাও প্রায় বহুদিন হয়ে এল। ফিটিং টপস ও টি-শার্টের সঙ্গে দারুণ জুটি ঢিলেঢালা প্যান্ট বা ট্রাউজারের। ঢিলেঢালা স্ট্রাইপ প্যান্টের সঙ্গে একরঙা টপস হতে পারে ছুটির দিনের আরামদায়ক পোশাক।

নাইট ওয়্যার পায়জামা’স
ফ্যাশন ডিজাইনাররা বলেন, আত্মবিশ্বাস নিয়ে কোনো পোশাক পরতে পারলে সেটাই একসময় স্টাইল হয়ে ওঠে। পশ্চিমা বিশ্বে প্রকাশ্য দিবালোকে শাটিনের নাইট ওয়্যার পায়জামা পরেও সেলিব্রিটিরা ঘুরে বেড়াচ্ছেন—এমন দৃশ্য দেখা যায় হরহামেশাই। এই রাতের পোশাকের আদলে স্মার্ট স্য়ুটও তৈরি হচ্ছে 
বৈকি! সূর্যের আলোয় ঝলমল করা দিনে প্রিন্টের ব্যাগি পায়জামা পরে ভ্রমণে বেরোলে কিন্তু মন্দ লাগবে না।  

সূত্র: জিথ্রি ফ্যাশন

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত