Ajker Patrika

প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে শসায়

শারমিন কচি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১০: ১৩
প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে শসায়

প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। আমার মুখে অনেক ব্রণ হয়েছে। কিছু কিছু ব্রণ ভালো হয়ে যাওয়ার পরও কালো কালো দাগ রয়েই যাচ্ছে। ব্রণ ও দাগ থেকে মুক্তির উপায় কী?

মালিহা, কিশোরগঞ্জ

উত্তর: শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এ জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও মিলে যাবে।

অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের দাগ দূর করতে পারবেন। এ জন্য সকালে ও রাতে জেল মুখে লাগিয়ে রাখুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে দাগ চলে যাবে।

প্রশ্ন: আমি খুব সাজতে পছন্দ করি এবং মেকআপ করি। কিন্তু মেকআপ তোলা ও পরিষ্কার করা সম্পর্কে ভালো ধারণা নেই। এ বিষয়ে জানতে চাই।

নাতাশা আলম, কুড়িগ্রাম

উত্তর: প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন। কিন্তু মেকআপ রিমুভার ব্যবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া কার্যকর পদ্ধতি। দ্বিতীয় ধাপে তুলোয় মেকআপ রিমুভিং লোশন নিয়ে ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। তারপর আর এক টুকরো তুলো দিয়ে ম্যাসাজ করে মুখের মেকআপ তুলে ফেলুন।

প্রশ্ন: আমার মুখের ত্বক বেশ শুষ্ক এবং সাদা সাদা মরা চামড়া উঠছে। কী করলে ত্বক কোমল ও মরা চামড়া দূর হবে।

কোহিনূর, হবিগঞ্জ

উত্তর: চিনি ও মধু ত্বক খুব ভালো করে ময়েশ্চারাইজড করে। এগুলোর ব্যবহারে অক্সিডেটিভ ড্যামেজ থেকেও ত্বক ভালো থাকে। বাইরে থেকে ত্বকের যে অংশ দেখা যায়, সেগুলোতে চিনি ও মধু ব্যবহার করতে পারেন।

১ চামচ চিনি ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্র্যাব করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।

শারমিন কচি, পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত