Ajker Patrika

ফটোজেনিক মুখের জন্য

অলকানন্দা রায়, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৯: ৩২
ফটোজেনিক মুখের জন্য

‘ফটোজেনিক’ শব্দটির অর্থগতভাবে নয়; বরং ভাবগত অর্থে বিষয়টি বুঝতে হয়। প্রত্যেক মানুষ সুন্দর; সুন্দর তার হাসি, নাক, মুখ, চোখ, চিবুক। তবুও এই সৌন্দর্যকে ছবিতে আরও একটু টিপটপ করে পাওয়ার বাসনা প্রায় সবারই। এই বাসনা থেকেই উদ্বুদ্ধ হয়েছে ফটোজেনিক ফেস শব্দটির।

নুজহাত খান দিশা বলেন, ‘ফটোজেনিক বিষয়টি নিয়ে কথা বলতে হলে প্রথমে ভাবতে হবে কেমন ছবি চাই, কী কারণে চাই বা থিমটা কী, লাইটিং, ব্যাকগ্রাউন্ড কী। এসব বিষয় মিলেই আসলে একটি ছবি কতটা সুন্দর হবে এবং ছবিটা সুন্দর করার জন্য সাজ বা অন্য কী লাগবে, সেটা নির্বাচন করা সম্ভব।’

যে মেকআপ এড়িয়ে চলবেন
মডেলিংয়ের জন্য ছবি তোলার ক্ষেত্রে মেকআপের সময় শিমার কম ব্যবহার করতে হবে। কারণ তাতে লাইট প্রতিফলিত হয় বেশি। এসব ফটোশুটে পাউডারবেজড মেকআপ এড়িয়ে চলাই ভালো। তার চেয়ে বরং ক্রিমবেজড মেকআপ ত্বকের সঙ্গে বসে গিয়ে ত্বকের সৌন্দর্য অনেকখানি ফুটিয়ে তুলতে সাহায্য করে। এ রকম মেকআপের মধ্যে আছে ক্রিম ফাউন্ডেশন, ক্রিম ব্লাশন ইত্যাদি। চোখে মাসকারা লাগালে খেয়াল রাখতে হবে যেন তা চোখের পাপড়িতে জমে না থাকে, লিপস্টিক যেন ছড়িয়ে না পড়ে।

ছবি তোলায় সাধারণ মেকআপ
সাধারণত আমরা যেমন হালকা মেকআপ করে থাকি, বেশির ভাগ সময় ছবি তোলার ক্ষেত্রে তা-ই ঠিক আছে। এতে ফেসলাইন ভালো দেখায়। এখনকার ক্যামেরার প্রযুক্তি শক্তিশালী বলে এই হালকা মেকআপের প্রয়োজন আছে। না হলে মুখের লোমসহ বিভিন্ন দুর্বলতা ছবিতে স্পষ্ট দেখা যাবে। এর ফলে ছবি সুন্দর লাগবে না। তাই ছবি তোলার আগে যাঁদের মুখে লোম আছে, তাঁরা সেটা রিমুভ করে নিতে পারেন। যাঁদের পোরস আছে, তাঁরা পোরস মিনিমাইজিং ক্রিম ব্যবহার করতে পারেন। কেননা ছবির প্রধান প্রেক্ষাপট হচ্ছে একটি মুখ এবং সেই মুখের ত্বক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত