Ajker Patrika

অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১০: ৫৪
অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন

প্রশ্ন: চুল শ্যাম্পু করার পরও মাথার ত্বক চুলকায় ও সাদা সাদা ময়লা উঠে আসে নখে। কী করণীয়?

সাদ জাবীর, ঢাকা

খুব সম্ভবত এটা খুশকি। খুশকির প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো মানের অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা চলে যাবে। মাথার ত্বক অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।

প্রশ্ন: অনেক বেশি ঘাম হয়। ডিওডোরেন্ট ও পারফিউম ব্যবহারের পরও অস্বস্তি হয়; পাছে আশপাশের কেউ ঘামের গন্ধে বিব্রত হন। তরতাজা থাকতে কী করণীয়?

 নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল

প্রথমে ভালোভাবে সাবান বা শাওয়ার জেল দিয়ে শরীর পরিষ্কার করে নিতে হবে। এরপর টাওয়েল দিয়ে ভালোভাবে শরীর মুছে বগলে ডিওড্রেন্ট রোল ওন, ডিও স্টিক লাগাতে হবে। শরীরের সব ভাঁজে ডিও স্প্রে লাগাতে হবে পায়ের পাতাসহ। এরপর পরিষ্কার কাপড়, জুতা পরলে সারা দিন তরতাজা থাকবেন। পরিষ্কার কাপড় প্রথম ব্যবহারের সময় ভালো পারফিউম লাগালে সেটাও তরতাজা থাকে ঘামার পরেও।

প্রশ্ন: সম্প্রতি চুলে হাইলাইট করার পর থেকে সেগুলো খুব রুক্ষ হয়ে গেছে। চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় আটকে আসে। চুল খোলা রাখলে জট পাকিয়ে যাচ্ছে। কী করণীয়?

জেবা রহমান, পাবনা

খুব সম্ভবত ব্লিচ দিয়ে রং করে, ডিপোসিট কালার ব্যবহার না করেই ছেড়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের হাতে প্লেক্স ট্রিটমেন্ট নিতে হবে। ব্রাজিলিয়ান টক্স ট্রিটমেন্টও নিতে হবে। এ ছাড়া ঘরেও চুলের যত্ন নিতে পারেন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী টক দই লাগিয়ে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেও কিছুটা উপকার পাওয়া যাবে।

পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত