অলকানন্দা রায়, ঢাকা
গালভরা পান খেয়ে ঠোঁট রাঙানোর দিন আজ আর নেই। পানের জায়গায় ঠাঁই নিয়েছে লিপস্টিক। শিল্পীর হাতের তুলির মতো লিপস্টিকের রঙের ছোঁয়ায় ঠোঁট সাজে মায়ার খেলায়। উৎসব আয়োজনে তাই মুখে হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটজুড়ে থাকে পছন্দের রঙের মানানসই লিপস্টিক। এ না হলে সাজ অসম্পূর্ণ থাকে।
কিন্তু লিপস্টিক পরতে যে যতই ভালোবাসুক না কেন, কার ঠোঁট কেমন, কোন রঙে মানাবে ভালো, কেমন করে পরতে হবে এসব বুঝেশুনে ঠিকঠাক লিপস্টিকটি বেছে নিতে না জানলে ফুটবে না সাজ—জানালেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভের স্বত্বাধিকারী শারমিন কচি। তিনি বলেন, ‘ঠোঁটে লিপস্টিক লাগানোরও কিছু নিয়ম আছে। এগুলো মেনে চললেই সুন্দর দেখায় সবাইকে। এই যেমন, লিপস্টিক লাগানোর আগে লিপব্রাশ দিয়ে ঠোঁটের মরা কোষ তুলে ফেলতে হবে। আবার লিপস্টিক তোলার সময় তুলোর বলে ভ্যাসলিন বা ক্রিম লাগিয়ে মুছে নিতে হবে। ঠোঁট পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম বা লিপবাম লাগিয়ে নিতে হবে। আবার যাঁদের ঠোঁট তৈলাক্ত তাঁদের এক কোট লিপস্টিক লাগানোর পর টিস্যু চেপে পাউডার লাগিয়ে নিয়ে ফের আরেক কোট লিপস্টিক লাগিয়ে নিতে হবে।’
এ ছাড়া যাঁদের ঠোঁট শুষ্ক তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁটকে কোমল মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে ঠোঁটে বসবে সুন্দরভাবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
রং নির্বাচনের ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্ব ও স্থানকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন শারমিন কচি। তিনি মনে করেন, কাজের জায়গায় যেকোনো হালকা রঙের লিপস্টিক দেওয়া ভালো। কোনো অনুষ্ঠান বা পার্টিতে গাঢ় রঙের লিপস্টিক সাজে আভিজাত্য এনে দেয়। এ ছাড়া পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রং নির্বাচন করাই ভালো বলেও মনে করেন শারমিন কচি।
লিপস্টিকের রঙে ব্যক্তিত্ব
লিপস্টিক যে শুধু ফ্যাশনের অনুষঙ্গ তা নয়। এই প্রতীকবাদী পৃথিবীতে লিপস্টিকের বিভিন্ন রং নারীদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের পরিচয় বহন করে বলে জানাচ্ছেন গবেষকেরা। তাঁরা বলছেন, লাল রঙের লিপস্টিক যাঁরা সচরাচর ব্যবহার করেন তাঁরা স্বাধীনচেতা, সাহসী ও উদ্যমী হয়ে থাকেন।
গোলাপি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হন আবেগময়। খয়েরি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সাহসী। এ ছাড়া তাঁরা যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ন্যুড রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সৌন্দর্য সচেতন ও শান্তিপ্রিয়।
নীল, বেগুনি বা কালো রঙের লিপস্টিক সাধারণত ব্যবহার করা হয় না। কিন্তু যাঁদের এসব রঙের লিপস্টিক ব্যবহারের প্রবণতা আছে, তাঁরা সাহসী হিসেবে পরিচিত।
২৯ জুলাই আন্তর্জাতিক লিপস্টিক দিবস। শুধু ফ্যাশনেই নয়, ব্যক্তিত্বেও জেগে উঠুক নারী।
গালভরা পান খেয়ে ঠোঁট রাঙানোর দিন আজ আর নেই। পানের জায়গায় ঠাঁই নিয়েছে লিপস্টিক। শিল্পীর হাতের তুলির মতো লিপস্টিকের রঙের ছোঁয়ায় ঠোঁট সাজে মায়ার খেলায়। উৎসব আয়োজনে তাই মুখে হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটজুড়ে থাকে পছন্দের রঙের মানানসই লিপস্টিক। এ না হলে সাজ অসম্পূর্ণ থাকে।
কিন্তু লিপস্টিক পরতে যে যতই ভালোবাসুক না কেন, কার ঠোঁট কেমন, কোন রঙে মানাবে ভালো, কেমন করে পরতে হবে এসব বুঝেশুনে ঠিকঠাক লিপস্টিকটি বেছে নিতে না জানলে ফুটবে না সাজ—জানালেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভের স্বত্বাধিকারী শারমিন কচি। তিনি বলেন, ‘ঠোঁটে লিপস্টিক লাগানোরও কিছু নিয়ম আছে। এগুলো মেনে চললেই সুন্দর দেখায় সবাইকে। এই যেমন, লিপস্টিক লাগানোর আগে লিপব্রাশ দিয়ে ঠোঁটের মরা কোষ তুলে ফেলতে হবে। আবার লিপস্টিক তোলার সময় তুলোর বলে ভ্যাসলিন বা ক্রিম লাগিয়ে মুছে নিতে হবে। ঠোঁট পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম বা লিপবাম লাগিয়ে নিতে হবে। আবার যাঁদের ঠোঁট তৈলাক্ত তাঁদের এক কোট লিপস্টিক লাগানোর পর টিস্যু চেপে পাউডার লাগিয়ে নিয়ে ফের আরেক কোট লিপস্টিক লাগিয়ে নিতে হবে।’
এ ছাড়া যাঁদের ঠোঁট শুষ্ক তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁটকে কোমল মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে ঠোঁটে বসবে সুন্দরভাবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
রং নির্বাচনের ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্ব ও স্থানকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন শারমিন কচি। তিনি মনে করেন, কাজের জায়গায় যেকোনো হালকা রঙের লিপস্টিক দেওয়া ভালো। কোনো অনুষ্ঠান বা পার্টিতে গাঢ় রঙের লিপস্টিক সাজে আভিজাত্য এনে দেয়। এ ছাড়া পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রং নির্বাচন করাই ভালো বলেও মনে করেন শারমিন কচি।
লিপস্টিকের রঙে ব্যক্তিত্ব
লিপস্টিক যে শুধু ফ্যাশনের অনুষঙ্গ তা নয়। এই প্রতীকবাদী পৃথিবীতে লিপস্টিকের বিভিন্ন রং নারীদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের পরিচয় বহন করে বলে জানাচ্ছেন গবেষকেরা। তাঁরা বলছেন, লাল রঙের লিপস্টিক যাঁরা সচরাচর ব্যবহার করেন তাঁরা স্বাধীনচেতা, সাহসী ও উদ্যমী হয়ে থাকেন।
গোলাপি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হন আবেগময়। খয়েরি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সাহসী। এ ছাড়া তাঁরা যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ন্যুড রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সৌন্দর্য সচেতন ও শান্তিপ্রিয়।
নীল, বেগুনি বা কালো রঙের লিপস্টিক সাধারণত ব্যবহার করা হয় না। কিন্তু যাঁদের এসব রঙের লিপস্টিক ব্যবহারের প্রবণতা আছে, তাঁরা সাহসী হিসেবে পরিচিত।
২৯ জুলাই আন্তর্জাতিক লিপস্টিক দিবস। শুধু ফ্যাশনেই নয়, ব্যক্তিত্বেও জেগে উঠুক নারী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪