তাঁতে বোনা চাদর হারানোর পথে
সংকটে পড়েছে বাসাইলের বাথুলী সাদীর ঐতিহ্যবাহী তাঁতে বোনা চাঁদর শিল্প। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, কাঁচামাল ও উপকরণের দাম বৃদ্ধি, বাজার সংকট, আধুনিক প্রযুক্তির প্রভাব, দেশ-বিদেশে বিপণন ব্যর্থতা, চোরাই পথে আসা ভারতীয় ও চায়না চাঁদর, চাদর তৈরির কারিগরদের যুগোপযোগী প্রশিক্ষণের অভাব ও অর্থ সংকটের কারণে বিলুপ