Ajker Patrika

বাসাইলে ২৩৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

বাসাইল প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৮
বাসাইলে ২৩৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

টাঙ্গাইলের বাসাইলে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল সোমবার ছিল প্রতীক বরাদ্দের দিন। এদিন সকাল থেকে উপজেলার ৪টি ইউপির চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এ সময় প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর ইউপিতে রাকিব খান শাহিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ আনারস, শামিম আল মামুন চশমা, এ বি এম মাসুদুল আলম বিপ্লব মোটরসাইকেল, আব্দুস সামাদ ফারুক টেলিফোন, আমিনুল রহমান খান বাবু অটোরিকশা, আমিনুল ইসলাম বাচ্চু ঘোড়া প্রতীক পান।

হাবলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম নৌকা, তরিকুল ইসলাম রতন মোটরসাইকেল, নিজামুল ইসলাম রুপন আনারস, ইয়াসিন আলী ঘোড়া, আবু তাহের চশমা প্রতীক পান।

ফুলকি ইউপিতে করিম তালুকদার নৌকা, বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল মোটরসাইকেল, শামসুল আলম বিজু আনারস, মনিরুজ্জামান মিয়া অটোরিকশা, আতিকুর রহমান লোটন হাতপাখা, ইসহাক আলী চশমা, ইহতেম হায়দার শাহাবুদ্দিন ঘোড়া প্রতীক পেয়েছেন।

কাউলজানী ইউপিতে আতাউল গণি হাবিব নৌকা, আবু বক্কর সিদ্দিকী আনারস, মাসুদ খান মোটরসাইকেল, আনিছুর রহমান চশমা প্রতীক পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, বৈধ ২৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পরপর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণ সংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসে তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত