Ajker Patrika

বাসাইলে ৪ দোকানিকে জরিমানা

বাসাইল প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
বাসাইলে ৪ দোকানিকে জরিমানা

বাসাইলে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল-বটতলা বাজারে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী তাঁদের আট হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পণ্যের মেয়াদ উল্লেখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনার দায়ে এসব দোকানিকে জরিমানা করা হয়। ইউএনও নাহিদা পারভিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৫৩ ধারা অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত