Ajker Patrika

কেন্দ্রে চার স্তরের নিরাপত্তা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ০৮
Thumbnail image

টাঙ্গাইলের তিন উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম ধাপে নির্বাচন আজ বুধবার। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ১৩৪টি কেন্দ্রে। এর মধ্যে ৮৬টি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে শান্তিপূর্ণ ভোট গ্রহণের স্বার্থে এসব কেন্দ্রে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তাৎক্ষণিক সাজা দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনে ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮ জন। মোট ৩ লাখ ২৫ হাজার ৭৬৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে বাসাইল উপজেলার চার ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন, মির্জাপুরের আট ইউপিতে ৪১ জন জন এবং ঘাটাইলের একটি ইউপিতে চারজন।

ঘাটাইল: উপজেলার জামুরিয়া ইউপিতে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী ইখলাক হোসেন খান শামীম (ঘোড়া), মনিরুজ্জামান মনির (আনারস), হুরমুজ আলী (মোটরসাইকেল)।

বাসাইল: উপজেলার ফুলকীতে সাতজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের আব্দুল করিম তালুকদার (নৌকা), ইসলামি আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম (মোটরসাইকেল), ইসহাক আলী (চশমা), ইহুত্তেম হায়দার (ঘোড়া), মনিরুজ্জামান মিয়া (অটোরিকশা), সামছুল আলম (আনারস)। কাঞ্চনপুরে সাতজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, প্রার্থী রাকিব খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ ফারুক (টেলিফোন), মাসুদুল আলম (মোটরসাইকেল), আমিনুর রহমান খান (অটোরিকশা), আমিনুল ইসলাম খান (ঘোড়া), মামুন অর রশীদ খান (আনারস), শামীম আল মামুন (চশমা)। হাবলা ইউপিতে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, মো. খোরশেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবু তাহের (চশমা), ইয়াছিন আলী (ঘোড়া), তরিকুল ইসলাম রতন (মোটরসাইকেল) এবং সৈয়দ নিজামুল ইসলাম (আনারস)। কাউলজানীতে চারজন চেয়ারম্যান প্রার্থী। এ ছাড়া নির্বাচনে সাধারণ সদস্য ৩৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মির্জাপুর: উপজেলার মহেড়া ইউপিতে ৫ জন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিভাস সরকার (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বাদশা মিয়া (গামছা), স্বতন্ত্র প্রার্থী বাদশা মিয়া (আনারস), আলী হোসেন খান (মোটরসাইকেল) এবং ইয়াহইয়া খান (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামুর্কী ইউপির ৫ জন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগের ইলিয়াছ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আলী এজাজ খান চৌধুরী (মোটরসাইকেল), গাজী আশরাফুল আলম (ঘোড়া), ডিএ মতিন (আনারস) এবং ফিরোজ আলম মোক্তার (অটোরিকশা)। বাঁশতৈলে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী রুবেল পারভেজ , লাল মিয়া, শামছুল আলম এবং হেলাল দেওয়ান। ভাতগ্রামে চারজন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ (চশমা), আজহারুল ইসলাম (আনারস) এবং শাহাদৎ হোসেন (মোটরসাইকেল)। বানাইলের চারজন আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী জুলহাস হাসান খান (গামছা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী (ঘোড়া) এবং ফারুক হোসেন (আনারস)। আনাইতারা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, গোড়াই ইউপিতো ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন ঘিরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গুরুপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে পাঁচজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে ১৬ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত