Ajker Patrika

বাসাইলে শিখন কেন্দ্র উদ্বোধন

বাসাইল প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ১৮
বাসাইলে শিখন কেন্দ্র উদ্বোধন

বাসাইলে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে কখনো স্কুলে যায়নি ও ঝরে পড়া শিশুদের শিক্ষাদানে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রতিপাদ্য ছিল ‘এসো সবাই লিখি পড়ি, আলোকিত জীবন গড়ি’।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোরে শিখন কেন্দ্রের উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন এতে সভাপতিত্ব করেন। এ সময় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, টাঙ্গাইল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদ তালুকদার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, টাঙ্গাইল উদয়ের নির্বাহী পরিচালক দে সুধীর চন্দ্র।

এই কেন্দ্রে এলাকার শিক্ষার্থীদের সুবিধার্থে দুই শিফটে সকাল ৯টা থেকে ১২টা অথবা বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই শিক্ষাদান। এ ছাড়া শতভাগ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি ব্যবস্থা, আনন্দঘন পরিবেশে শিক্ষাদানের জন্য দাবা, লুডু, স্ক্রাবল বোর্ড, পাজল প্রভৃতি খেলার সরঞ্জাম সরবরাহ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত