Ajker Patrika

চার ইউপিতে ৩২ চেয়ারম্যান প্রার্থী

বাসাইল প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৫
চার ইউপিতে ৩২ চেয়ারম্যান প্রার্থী

বাসাইল উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত বৃহস্পতিবার। এসব ইউপিতে শুধু চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে কাঞ্চনপুর ইউপিতে ৮ জন, হাবলায় ৬, ফুলকি ৯ জন ও কাউলজানী ইউপিতে ৯ জন।

তবে ভোটের মাঠে এই ৩২ জনই টিকে থাকবেন কি না তা জানতে ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই চার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩২ চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে ১৬৮ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত ৪ ইউপি থেকে মোট ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় জানান, ১২ ডিসেম্বর মনোনয়নপত্রের যাচাই-বাছাই, ১৩ থেকে ১৫ ডিসেম্বর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত