আসছে ওয়ারফেজের নতুন গান ‘মা’
নতুন গান নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ। প্রয়াত গীতিকার নয়ীম গহরের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনা করেছে ওয়ারফেজ, রেকর্ড লেভেল ও লয় রেকর্ডস আগামী ২২ মার্চ ওয়ারফেজ ও লয় রেকর্ডসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।