অনেকটা সাদামাটাভাবে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম আসর। এবার দ্বিতীয় আসর যেভাবে শুরু হলো, তাতে ‘জাঁকজমক’ শব্দটি ব্যবহার করতেই হয়। কোক স্টুডিও বাংলা দ্বিতীয় সিজনের শুভারম্ভ করল দর্শকদের নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভালোবাসা দিবসের সন্ধ্যায় প্ল্যাটফর্মটি আয়োজন করেছিল বিশেষ অনুষ্ঠান। খোলা মাঠে দর্শকদের নিয়ে দ্বিতীয় সিজনের প্রথম গানের প্রিমিয়ার করা হয়।
এসব আয়োজনের একটাই কারণ—আঞ্চলিক গান। দ্বিতীয় সিজনের প্রথম গানটি তৈরি হয়েছে দেশের তিন অঞ্চলের (চট্টগ্রাম, সিলেট, খুলনা) ভাষায়। র্যাপ ঢঙে গাওয়া এ গানের নাম ‘মুড়ির টিন’। এ গানের কেন্দ্রে রয়েছে লোকাল বাস। ঢাকাসহ বিভিন্ন শহরে যে লোকাল বাসগুলো চলে, তার অভিজ্ঞতা নিয়েই গানটি লেখা। জ্যামে আটকে থাকা তরুণদের গল্প উঠে এসেছে এ গানে। কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ ও পল্লব।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘মুড়ির টিন একটি দারুণ মজার ও প্রাণবন্ত গান। এমন একটি গান দিয়েই আমরা দ্বিতীয় সিজন শুরু করতে চাচ্ছিলাম। তরুণ, প্রতিভাবান এই শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার।’
কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মানুষদের সব আঞ্চলিক ভাষাকে সম্মান জানানোর উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাসে এই গানটি প্রচার করা হচ্ছে। রিয়াদ হাসান বলেন, ‘কোক স্টুডিও বাংলায় অংশ নেওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো ছিল। আশা করছি এই গান অনেকদিন ধরে সবার মুখে মুখে থাকবে।’
তাঁর কথার সঙ্গে যোগ করে তৌফিক বলেন, ‘নতুন সিজন শুরু করার জন্য মুড়ির টিনের মতো চমৎকার গান আর হয় না।’ পল্লব বলেন, ‘কোক স্টুডিওর মতো বড় একটি প্ল্যাটফর্মে সিলেট ও সিলেটি ভাষাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
শুনুন কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রথম গান:
অনেকটা সাদামাটাভাবে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম আসর। এবার দ্বিতীয় আসর যেভাবে শুরু হলো, তাতে ‘জাঁকজমক’ শব্দটি ব্যবহার করতেই হয়। কোক স্টুডিও বাংলা দ্বিতীয় সিজনের শুভারম্ভ করল দর্শকদের নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভালোবাসা দিবসের সন্ধ্যায় প্ল্যাটফর্মটি আয়োজন করেছিল বিশেষ অনুষ্ঠান। খোলা মাঠে দর্শকদের নিয়ে দ্বিতীয় সিজনের প্রথম গানের প্রিমিয়ার করা হয়।
এসব আয়োজনের একটাই কারণ—আঞ্চলিক গান। দ্বিতীয় সিজনের প্রথম গানটি তৈরি হয়েছে দেশের তিন অঞ্চলের (চট্টগ্রাম, সিলেট, খুলনা) ভাষায়। র্যাপ ঢঙে গাওয়া এ গানের নাম ‘মুড়ির টিন’। এ গানের কেন্দ্রে রয়েছে লোকাল বাস। ঢাকাসহ বিভিন্ন শহরে যে লোকাল বাসগুলো চলে, তার অভিজ্ঞতা নিয়েই গানটি লেখা। জ্যামে আটকে থাকা তরুণদের গল্প উঠে এসেছে এ গানে। কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ ও পল্লব।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘মুড়ির টিন একটি দারুণ মজার ও প্রাণবন্ত গান। এমন একটি গান দিয়েই আমরা দ্বিতীয় সিজন শুরু করতে চাচ্ছিলাম। তরুণ, প্রতিভাবান এই শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার।’
কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মানুষদের সব আঞ্চলিক ভাষাকে সম্মান জানানোর উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাসে এই গানটি প্রচার করা হচ্ছে। রিয়াদ হাসান বলেন, ‘কোক স্টুডিও বাংলায় অংশ নেওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো ছিল। আশা করছি এই গান অনেকদিন ধরে সবার মুখে মুখে থাকবে।’
তাঁর কথার সঙ্গে যোগ করে তৌফিক বলেন, ‘নতুন সিজন শুরু করার জন্য মুড়ির টিনের মতো চমৎকার গান আর হয় না।’ পল্লব বলেন, ‘কোক স্টুডিওর মতো বড় একটি প্ল্যাটফর্মে সিলেট ও সিলেটি ভাষাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
শুনুন কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রথম গান:
বিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
১৪ মিনিট আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
৩ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনের বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’ আজ ৬০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বিশেষ এই পর্বে আজ গান শোনাবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
৩ ঘণ্টা আগেচলচ্চিত্র তারকাদের রাজনীতির ময়দানে অবতরণের খবর নতুন নয়। এ পর্যন্ত অনেক তারকা ভারতের বিধায়ক-সাংসদ-মন্ত্রী হয়েছেন। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক হজম হচ্ছিল না ভক্তদের।
৪ ঘণ্টা আগে