Ajker Patrika

আগে ব্যাংকে চাকরি করতেন কণ্ঠশিল্পী বেলাল খান

আগে ব্যাংকে চাকরি করতেন কণ্ঠশিল্পী বেলাল খান

জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। বেলাল খান ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে গানকেই পেশা হিসেবে বেছে নেন।

শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড গঠন করেন। ২০১২ সালে প্রকাশিত হয় বেলাল খানের প্রথম একক ‘আলাপন’। ‘পাগল তোর জন্য রে’ গানটির মাধ্যমে তিনি পরিচিতি পান। ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষ’ গানের জন্য শ্রেষ্ট সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। 

এরপর ২০২০ সালেও ‘হৃদয়জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায় রে’ গানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বেলাল খান।

বেলাল খান টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম লুৎফর রহমান খান ও মাতার নাম বেদেনা রহমান। 

২০০১ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন তিনি। তবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। তিনি নজরুল সঙ্গীতের উপর চার বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেন বুলবুল ললিতকলা একাডেমী থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত