এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। রেনেসাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।
নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম, বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ সে কথাই এ গানের মূল উপজীব্য।’
এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুবছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। একসময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’
রেনেসাঁর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি তাঁদের গানে এক সাথে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’
রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’ ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিয়ো।
উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। রেনেসাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।
নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম, বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ সে কথাই এ গানের মূল উপজীব্য।’
এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুবছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। একসময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’
রেনেসাঁর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি তাঁদের গানে এক সাথে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’
রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’ ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিয়ো।
উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৬ ঘণ্টা আগে