নীলুর কণ্ঠে নতুন গান ‘যতই তোমায় ভালোবাসি’
নব্বইয়ের দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মোখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।