Ajker Patrika

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গান গাইবেন সুমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৫: ৫০
Thumbnail image

অনুমতি মিলেছে কবীর সুমনের গানের অনুষ্ঠানের। তবে জাদুঘরে নয়, সুমন গান গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের অন্যতম কর্ণধার ফুয়াদ বিন ওমর আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার দুপুরে ফুয়াদ বিন ওমর আজকের পত্রিকাকে বলেন, ‘কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গান গাইবেন সুমন। আমরা অনুমতি পেয়েছি।’

অনুষ্ঠানের সময়সূচি নিয়ে ফুয়াদ বলেন, ‘ভেন্যু পরিবর্তন হওয়ার কারণে অনুষ্ঠানের সময়ে কিছুটা পরিবর্তন আনা হবে। পূর্বনির্ধারিত সময়ের কিছু পরে অনুষ্ঠান শুরু করব।’

বৃহস্পতিবার দুপুরে কবীর সুমন ঢাকায় এসেছেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর গানের অনুষ্ঠানের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়। তখন পুলিশ বলে, জাদুঘর গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ওই এলাকায় অনুষ্ঠান করার অনুমতি তারা দেয়নি।

এর আগেও বেশ কয়েকবার ঢাকায় গাইতে এসেছেন কবীর সুমন। সর্বশেষ এসেছিলেন ১৩ বছর আগে, ২০০৯ সালে। এবার তাঁর ঢাকা সফরের বিশেষ উপলক্ষ আছে। ১৯৯২ সালে প্রকাশিত হয় কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। বলা হয়, এই অ্যালবামের গানগুলো আধুনিক গানের গতিপথ পাল্টে দিয়েছিল।

‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশে গাইতে এসেছেন তিনি। অনুষ্ঠানের নাম তাই রাখা হয়েছে, ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন, সুমনের গান ও বাংলা খেয়াল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত