Ajker Patrika

আসছে ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’

আসছে ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’

এক বছর পর চমক নিয়ে হাজির হচ্ছেন ইমরান-পড়শী জুটি। গানের পাশাপাশি পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন তাঁরা। সর্বশেষ এক বছর আগে প্রকাশ হয় তাঁদের গানচিত্র ‘এক দেখায়’। 

সেই সূত্রে এবার তাঁরা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে এই বিশেষ গানচিত্র প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর। এমনটাই জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী। 

এ ব্যাপারে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’ 

বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে পড়শী বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর গনগনে সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কী আসে! সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’ 

দ্বিতীয় জীবন গানের একটি দৃশ্যে ইমরান-পড়শী জুটি। গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমরানও। তিনি বলেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তাঁরা।’ 

গানচিত্রটি পরিচালনা করেছেন সৈকত রেজা। ‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত