Ajker Patrika

আসছে নভেম্বর রেইন, সুযোগ পাবে নতুন ব্যান্ড

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯: ০৭
আসছে নভেম্বর রেইন, সুযোগ পাবে নতুন ব্যান্ড

ধীর পায়ে এগিয়ে আসছে শীত। আসছে কনসার্টের দিন। নভেম্বরের শুরুতেই দেশের ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য থাকছে সুখবর। একই মঞ্চে শোনা যাবে অর্থহীন, চিরকুট, মেঘদল, আর্টসেলের মতো জনপ্রিয় ব্যান্ডের গান।

আগামী ১২ নভেম্বর ‘নভেম্বর রেইন ভলিউম ২’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে হবে এই আয়োজন। অর্থহীন, চিরকুট, মেঘদল, আর্টসেলের পাশাপাশি এতে পারফর্ম করবে ক্রিপ্টিকফেইট, ভাইকিং, ব্ল্যাক, ইন্দালো, পাওয়ারসার্জসহ ৯টি ব্যান্ড। বেলা আড়াইটা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত সুর-তাল-ছন্দে দর্শকদের মাতিয়ে রাখবেন শিল্পীরা।

গত বছরের একই দিনে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল নভেম্বর রেইনের প্রথম কনসার্ট। এ বছর বসছে এ কনসার্টের দ্বিতীয় আসর। গত বছর এ আয়োজনে গেয়েছিলেন নগর বাউল জেমস।

আর্টসেল ব্যান্ডের লিংকন, ক্রিপ্টিকফেইটের সাকিব, এবং ইন্দালো ব্যান্ডের জনএবার তিনি থাকছেন না। তবে বিশেষ আকর্ষণ হিসেবে আছে ব্যান্ড অর্থহীন ও চিরকুট। 

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। টিকিটের দাম কত হবে—এ বিষয়ে শিগগিরই জানা যাবে বিস্তারিত।

চিরকুট ব্যান্ডের সদস্যরা 	নভেম্বর রেইনের দ্বিতীয় আসরে আরও একটি চমক রেখেছেন আয়োজকেরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পারবে নির্বাচিত একটি নতুন ব্যান্ড। এ সুযোগ পেতে চাইলে দিতে হবে একটি ছোট্ট পরীক্ষা। গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’ কাভার করে ৪ নভেম্বর রাত ১২টার মধ্যে পাঠিয়ে দিতে হবে [email protected] এই ঠিকানায়। আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ী ব্যান্ড নভেম্বর রেইন গানটি গাইবে মঞ্চে। সঙ্গে তারা নিজেদের আরও দুটি গান গাওয়ার সুযোগ পাবে কনসার্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত