বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্বাধীন বাংলাদেশের ৫২ বছরে পদার্পণ উপলক্ষে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ শিরোনামে ৫২টি মৌলিক গান প্রকাশের ঘোষণা দিয়েছে অক্ষর রেকর্ডস লেভেল। গীতিকার এনামুল হকের ‘মনের এক্স-রে’ গান দিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ প্রকল্পের যাত্রা শুরু।
অক্ষর রেকর্ডস লেভেলর কর্ণধার সংগীত পরিচালক মুন্তাসির তুষার তার অনুজ সুরকার মেহেরাব সকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার জিসান আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আসছে এই ‘গানের মিছিল’।
আসছে চাঁন রাতে এনামুল হকের কথা ও মেহরাব সকাল এর সুরে সংগীত শিল্পী মো. মাখন মিয়ার গাওয়া ‘মনের এক্স-রে’ গানটি দিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ প্রকল্পের যাত্রা শুরু হবে। প্রতি সপ্তাহে একটি করে মোট ৫২টি মৌলিক গান অক্ষর রেকর্ডস এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দর্শক শ্রোতারা উপভোগ করতে পারবেন।
পুরো প্রকল্পটির ভিজ্যুয়াল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন হাসনাত কাদির ও মানস মেহেদী। বিশিষ্ট গীতিকার লিটন হায়দার, রাজিব হাসান, গালিব সর্দার, শারমিন মিলি, হোসেন রনি, তোফায়েল হোসেন তপনসহ নবীন প্রবীণদের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত ৪৮ জন সংগীত শিল্পী।
সংগীত পরিচালক মুন্তাসির তুষার জানান, লেখক এনামুল হক দীর্ঘদিন পর সংগীতাঙ্গনে ফিরেছেন। তিনি বেশ ক’টি গীত রচনার পাশাপাশি ‘নিঝুম এক রাতে’ ও ‘বন্ধু সোনা চাঁন’ শিরোনামের দুটো গানে সুর দান করেছেন, যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নিশিতা বড়ুয়া ও ড. সম্পা দাস। এ ছাড়া এনামুল হক রচিত বাকি গানগুলো গেয়েছেন জননন্দিত সংগীত শিল্পী বেলাল খাঁন ‘প্রিয়তমা’, মিলন মাহমুদ ‘সোনার হরিণ’, মো. মাখন মিয়া ‘মনের এক্স-রে’, খায়রুল ওয়াসি ‘আখেরাতে’ ও ‘আমি যারে ভালোবাসি’।
তিনি বলেন, ‘সফল গীতিকার এনামুল হকের গানগুলো যে দর্শক শ্রোতাদের ভীষণভাবে বিমোহিত করবে এ বিষয়ে জোর গুঞ্জন উঠেছে অক্ষর স্টুডিও সংশ্লিষ্টদের মাঝে।’
স্বাধীন বাংলাদেশের ৫২ বছরে পদার্পণ উপলক্ষে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ শিরোনামে ৫২টি মৌলিক গান প্রকাশের ঘোষণা দিয়েছে অক্ষর রেকর্ডস লেভেল। গীতিকার এনামুল হকের ‘মনের এক্স-রে’ গান দিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ প্রকল্পের যাত্রা শুরু।
অক্ষর রেকর্ডস লেভেলর কর্ণধার সংগীত পরিচালক মুন্তাসির তুষার তার অনুজ সুরকার মেহেরাব সকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার জিসান আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আসছে এই ‘গানের মিছিল’।
আসছে চাঁন রাতে এনামুল হকের কথা ও মেহরাব সকাল এর সুরে সংগীত শিল্পী মো. মাখন মিয়ার গাওয়া ‘মনের এক্স-রে’ গানটি দিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ প্রকল্পের যাত্রা শুরু হবে। প্রতি সপ্তাহে একটি করে মোট ৫২টি মৌলিক গান অক্ষর রেকর্ডস এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দর্শক শ্রোতারা উপভোগ করতে পারবেন।
পুরো প্রকল্পটির ভিজ্যুয়াল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন হাসনাত কাদির ও মানস মেহেদী। বিশিষ্ট গীতিকার লিটন হায়দার, রাজিব হাসান, গালিব সর্দার, শারমিন মিলি, হোসেন রনি, তোফায়েল হোসেন তপনসহ নবীন প্রবীণদের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত ৪৮ জন সংগীত শিল্পী।
সংগীত পরিচালক মুন্তাসির তুষার জানান, লেখক এনামুল হক দীর্ঘদিন পর সংগীতাঙ্গনে ফিরেছেন। তিনি বেশ ক’টি গীত রচনার পাশাপাশি ‘নিঝুম এক রাতে’ ও ‘বন্ধু সোনা চাঁন’ শিরোনামের দুটো গানে সুর দান করেছেন, যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নিশিতা বড়ুয়া ও ড. সম্পা দাস। এ ছাড়া এনামুল হক রচিত বাকি গানগুলো গেয়েছেন জননন্দিত সংগীত শিল্পী বেলাল খাঁন ‘প্রিয়তমা’, মিলন মাহমুদ ‘সোনার হরিণ’, মো. মাখন মিয়া ‘মনের এক্স-রে’, খায়রুল ওয়াসি ‘আখেরাতে’ ও ‘আমি যারে ভালোবাসি’।
তিনি বলেন, ‘সফল গীতিকার এনামুল হকের গানগুলো যে দর্শক শ্রোতাদের ভীষণভাবে বিমোহিত করবে এ বিষয়ে জোর গুঞ্জন উঠেছে অক্ষর স্টুডিও সংশ্লিষ্টদের মাঝে।’
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
১১ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৯ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ দিন আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১ দিন আগে