দেশি স্ট্রাইকাররা কেন পিছিয়ে
ফুটবলে মানুষ মনে রাখে গোলটাই। যদি হয় ১ ম্যাচে ৪ গোল, সেটিও আবার আবাহনী-মোহামেডানের মতো ফাইনালে—অনেক বড় ব্যাপার। তবে যাঁরা নিয়মিত ঘরোয়া ফুটবল দেখেন, তাঁদের আসলে সুলেমান দিয়াবাতের পারফরম্যান্সে মুগ্ধ হলেও চমকানোর সুযোগ নেই। কারণ, বড় ম্যাচে বড় কিছু করার সামর্থ্য তাঁর আছে।