নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে
এক পয়েন্টের কোনো সমীকরণ নেই। শেষ চারে যেতে হলে মালদ্বীপের বিপক্ষে পেতে হবে পুরো তিন পয়েন্টই। অলিখিত ফাইনালে আজ তাই মাঝমাঠই ভরসা বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে আজ বাংলাদেশের সমীকরণ ৪-৪-২। দুই উইংয়ে ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন খেলবেন শুরুর একাদশে। একাদশের বাইরে চলে গেছেন লেবানন ম্যাচের দুই ফরোয়ার্ড সুমন রেজা ও মুজিবর রহমান জনি।
মাঝমাঠে দুই সোহেল রানার সঙ্গে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শুরুর একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ হৃদয়। এই হৃদয়ই দুই বছর আগে মালদ্বীপ ম্যাচে দারুণ খেলে জিতিয়েছিলেন দলকে। রক্ষণে কোনো পরিবর্তন নেই। লেবানন ম্যাচের চার ডিফেন্ডার- তপু বর্মণ, তারিক কাজী রায়হান, ইসা ফয়সাল ও বিশ্বনাথ ঘোষই থাকছেন আজকের একাদশে।
মালদ্বীপ দলে দুই পরিবর্তন। যেটি আবার বাংলাদেশ দলের জন্য খানিকটা দুশ্চিন্তারও বটে। শুরু থেকেই খেলবেন ফরোয়ার্ড নাইজ হাসান। বাংলাদেশ দলে মালদ্বীপের যে কয়েকজন ফুটবলারকে নিয়ে দুশ্চিন্তা বেশি নাইজ তাদের একজন। নাইজের আক্রমণ সঙ্গী হামজাও ধরাতে পারেন বাংলাদেশের রক্ষণে কাঁপন।
এক পয়েন্টের কোনো সমীকরণ নেই। শেষ চারে যেতে হলে মালদ্বীপের বিপক্ষে পেতে হবে পুরো তিন পয়েন্টই। অলিখিত ফাইনালে আজ তাই মাঝমাঠই ভরসা বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে আজ বাংলাদেশের সমীকরণ ৪-৪-২। দুই উইংয়ে ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন খেলবেন শুরুর একাদশে। একাদশের বাইরে চলে গেছেন লেবানন ম্যাচের দুই ফরোয়ার্ড সুমন রেজা ও মুজিবর রহমান জনি।
মাঝমাঠে দুই সোহেল রানার সঙ্গে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শুরুর একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ হৃদয়। এই হৃদয়ই দুই বছর আগে মালদ্বীপ ম্যাচে দারুণ খেলে জিতিয়েছিলেন দলকে। রক্ষণে কোনো পরিবর্তন নেই। লেবানন ম্যাচের চার ডিফেন্ডার- তপু বর্মণ, তারিক কাজী রায়হান, ইসা ফয়সাল ও বিশ্বনাথ ঘোষই থাকছেন আজকের একাদশে।
মালদ্বীপ দলে দুই পরিবর্তন। যেটি আবার বাংলাদেশ দলের জন্য খানিকটা দুশ্চিন্তারও বটে। শুরু থেকেই খেলবেন ফরোয়ার্ড নাইজ হাসান। বাংলাদেশ দলে মালদ্বীপের যে কয়েকজন ফুটবলারকে নিয়ে দুশ্চিন্তা বেশি নাইজ তাদের একজন। নাইজের আক্রমণ সঙ্গী হামজাও ধরাতে পারেন বাংলাদেশের রক্ষণে কাঁপন।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৭ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৭ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৮ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৯ ঘণ্টা আগে