নোভা-টুডুরা হতে চান ফুটবলের তারা
সবারই স্বপ্ন জাতীয় দলে জায়গা করে নেওয়া। এই স্বপ্ন পূরণে কারও বছরের পর বছর অপেক্ষা করতে হয়, আবার কেউ অল্প দিনেই কাঙ্ক্ষিত দুয়ারে পা রাখেন। আজ থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে সবাই খেলবে ক্লাবের সাফল্য এনে দিতে। পাপন-কিরন-নোভাদের মতো তরুণদের লক্ষ্য, ক্লাবে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া। তাঁরা হতে চ