Ajker Patrika

নোভা-টুডুরা হতে চান ফুটবলের তারা

জহির উদ্দিন মিশু
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১২: ১৩
বিপিএলে আলো ছড়াতে পারেন তাঁরাও। ছবি: সংগৃহীত
বিপিএলে আলো ছড়াতে পারেন তাঁরাও। ছবি: সংগৃহীত

সবারই স্বপ্ন জাতীয় দলে জায়গা করে নেওয়া। এই স্বপ্ন পূরণে কারও বছরের পর বছর অপেক্ষা করতে হয়, আবার কেউ অল্প দিনেই কাঙ্ক্ষিত দুয়ারে পা রাখেন। আজ থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে সবাই খেলবে ক্লাবের সাফল্য এনে দিতে। পাপন-কিরন-নোভাদের মতো তরুণদের লক্ষ্য, ক্লাবে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া। তাঁরা হতে চান দেশের ফুটবলের তারা।

ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের রাফায়েল টুডু গোলকিপার থেকে পরিণত হয়েছেন স্ট্রাইকার। বিদেশি তারকাদের মাঝেও নিজেকে মেলে ধরতে চান তিনি, হতে চান স্থানীয় ফুটবলারদের মধ্যে সেরা গোলদাতা। টুডু কাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘বেশির ভাগ দলই বিদেশি খেলোয়াড়দের গুরুত্ব দেয়। আমাদেরও বেশ কয়েকজন বিদেশি আছেন। বিশেষ করে স্ট্রাইকার পজিশনে বিদেশিরাই নিয়মিত দলে জায়গা পান, ভালোও করেন। যে কারণে আমাদের কাজটা কঠিন হয়ে যায়। তবু দলের সবাই আমাকে নিয়ে আশাবাদী। চেষ্টা থাকবে অন্তত দেশিদের মধ্যে সেরা গোলদাতা হওয়ার।’

টুডুর মতো অনেক তরুণ ফুটবলারই চান, এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চটা নিংড়ে দিতে। কদিন আগে নভেম্বরের ফিফা উইন্ডোতে মালদ্বীপের সঙ্গে বদলি নেমে গোল করেছিলেন ২৪ বছর বয়সী পাপন সিং। অভিষেক হওয়ার পর তিন বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। এবার আবাহনীর হয়ে লিগে ভালো করে জাতীয় দলে জায়গাটা পোক্ত করতে চান পাপন, ‘আমার লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। এখানে (প্রিমিয়ার লিগ) যদি ভালো করতে পারি, আশা করি সামনে জাতীয় দলের সেরা একাদশে থাকতে পারব। এই লিগে আমাদের দিকে নজর রাখবে সবাই। সুযোগটা কাজে লাগাতে চাই।’

এবারের বিপিএলে পাপন খেলবেন আবাহনীর হয়ে। ছবি: ফেসবুক
এবারের বিপিএলে পাপন খেলবেন আবাহনীর হয়ে। ছবি: ফেসবুক

পাপনের চেয়ে মাহমুদুল হাসান কিরনের আফসোস বেশি। ডিফেন্ডার হলেও দলের প্রয়োজনে গোলও করতে পারেন। সেই আরামবাগ দিয়ে শুরু। এরপর রহমতগঞ্জ, বসুন্ধরা কিংস, শেখ জামাল হয়ে আবার রহমতগঞ্জে ফেরা কিরনের। ঘরোয়া ফুটবলে নিয়মিত মুখ হয়েও জাতীয় দলে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ ২৩ বছর বয়সী ডিফেন্ডার, ‘মৌসুমের পর মৌসুম ভালো করেও জাতীয় দল থেকে ডাক পাই না। সত্যি আমি এবং আমার মতো অনেকেই অবহেলিত।’ তবে তিনি আশা ছাড়ছেন না, এবার লিগে ভালো খেলে জোরালো আওয়াজে কড়া নাড়তে চান জাতীয় দলের দরজায়, ‘তবু আশা ছাড়ছি না। এবার নিজের সঙ্গেই আমার লড়াই। আশা করি, ইতিবাচক কিছু হবে। আর লিগে ভালো করে জাতীয় দল থেকেও সুসংবাদটা পাব।’

সদ্য আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত পিয়াস আহমেদ নোভার লক্ষ্য ফর্টিসের হয়ে ভালো করে জাতীয় দলের জায়গা ধরে রাখা, ‘আমি বুঝতে পারছি, দল আমার থেকে ভালো কিছু চায়। আমিও সেভাবে নিজেকে প্রস্তুত করেছি। আর লিগে ভালো করে জাতীয় দলেও আবার ডাক পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত