জহির উদ্দিন মিশু
হাভিয়ের কাবরেরা জাতীয় দলের কোচ হিসেবে থাকবেন কি না, সেটা কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। সেখানে হয়তো চূড়ান্ত হয়ে যাবে এই স্প্যানিশ কোচের বাংলাদেশে থাকা না-থাকাটা।
যদিও কমিটির একাংশ কাবরেরাকে না রাখার পক্ষে। কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যেহেতু জাতীয় দলের কমিটির চেয়ারম্যান, শেষ পর্যন্ত তিনি রাখতে চাইলে অন্যদের আপত্তিতে খুব প্রভাব পড়ার কথা নয়। তবে কাবরেরার মতো বিদেশি কোচ দিয়ে জাতীয় দল খুব একটা যে সফলতা পাচ্ছে, তাও নয়। উল্টো বছরের পর বছর বিদেশি কোচদের মোটা অঙ্কের বেতন দিতে গিয়ে বাফুফেকে আর্থিক চাপে পড়তে হয়।
বর্তমান কোচ কাবরেরা শুধু বেতন হিসেবে প্রায় ১৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৫ লাখ টাকা) পাচ্ছেন। ২০২২ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার সময় তাঁর বেতন ছিল ৮ হাজার ডলার। ডিসেম্বর পর্যন্ত এক কাবরেরার পকেটেই গেছে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা। বিনিময়ে গত তিন বছরে নেই তাঁর উল্লেখযোগ্য কোনো অর্জন। শুধু কাবরেরাই নন, গত এক দশকে বাংলাদেশ জাতীয় দলে আরও ৯ জন বিদেশি কোচ কাজ করেছেন। যাঁরা প্রতি মাসে শুধু বেতন বাবদ নিয়েছেন ৭ থেকে ১০ হাজার ডলার করে। কিন্তু সে তুলনায় ১০ বছরে জাতীয় দলের বড় সাফল্য কোথায়? ২৩ জয় আর সর্বোচ্চ একবার সাফের সেমিফাইনাল পর্যন্ত খেলা। তবু বিদেশি কোচেই বেশি আস্থা বাফুফের।
গত ৫২ বছরে ৪৫ কোচ বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন। এর মধ্যে বিদেশি ২৪ আর স্থানীয় কোচ ২১ জন। দেশি কোচরা মাসে ২ থেকে সর্বোচ্চ ৫ হাজার ডলার করে বেতন পেয়েছেন। এমনও অনেক বিদেশি কোচ বাংলাদেশের কোচ হয়েছেন, যাঁদের জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা ছিল না। কারও আবার কোচিং ক্যারিয়ার বাংলাদেশ দিয়েই শুরু হয়েছে।
গত কয়েক বছরে বাফুফে যে কজন কোচ নিয়োগ দিয়েছে, তাদের অধিকাংশের ম্যাচ রিডিং, ট্যাকটিস, টেকনিক, বদলির দক্ষতা কিংবা কৌশলগত দিকগুলোয় অনেক খুঁত ধরা পড়েছে। কাবরেরাও তাঁদের বাইরে নন। তাঁর অধীনে তিন বছরে ২৭ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচ। তবু কেন বিকল্প ভাবছে না বাফুফে?
নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একজন স্বনামধন্য কোচ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শ্রম বা অবদান তো ফুটবলাররাই ভালো জানে। তাদের জিজ্ঞেস করেন আমরা কে কী করেছি। সবকিছু শেখানোর পর বিদেশিরা এসে ভাগ বসায়। যে ছেলে শট নিতে পারত না, গোল করতে গিয়ে হাঁটু কাঁপত, সে যখন গোল করা শিখে যায়, তখন আর আমাদের দরকার পড়ে না! অথচ আমাদের চেয়ে কয়েক গুণ বেশি বেতন দিয়ে বাফুফে বিদেশি কোচ রাখছে। তাঁদের কাছে আমাদের গুরুত্ব নেই। আপনি কাবরেরাকে দেখুন, তাঁর সময়ে দল কী পেল? কিন্তু বেতন বাড়িয়েও তাঁকে ধরে রেখেছে ফেডারেশন।’
তবে স্বদেশি আর বিদেশি কোচদের একেকজনের দর্শন একরকম হলেও শেখার ক্ষেত্রে খুব একটা পার্থক্য দেখেন না কদিন আগে জাতীয় দলে অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা, ‘কোচ দেশি বলি আর বিদেশি, সবারই নিজস্ব একটা দর্শন থাকে। তবে ব্যাকরণগত দিকে খুব বেশি পার্থক্য দেখি না। ফর্টিসে আমি যে পরিকল্পনা অনুযায়ী খেলছি, জাতীয় দলে সেগুলোই থাকে। মাঝেমধ্যে দু-একটা ব্যতিক্রম পাই।’
এ বিষয়ে একটু ভিন্ন কথাই শোনালেন পুলিশ এফসির হয়ে খেলা জাতীয় দলের তারকা ডিফেন্ডার ইসা ফয়সাল। বললেন, ‘খেলোয়াড়দের সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। কোচ যিনিই হোক, আমাদের যেটা পারফর্ম করার, সেটাই করতে হয়। স্থানীয় কোচ থাকলে আমাদের খেলোয়াড়েরা একটা গা ছাড়া ভাব নিয়ে থাকে। আর বিদেশি হলে সেই সুযোগ থাকে না। অভিজ্ঞতা থেকে বলছি, বিদেশিরা সব সময় শৃঙ্খলার দিক থেকে কঠোর হয়ে থাকেন।’
হাভিয়ের কাবরেরা জাতীয় দলের কোচ হিসেবে থাকবেন কি না, সেটা কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। সেখানে হয়তো চূড়ান্ত হয়ে যাবে এই স্প্যানিশ কোচের বাংলাদেশে থাকা না-থাকাটা।
যদিও কমিটির একাংশ কাবরেরাকে না রাখার পক্ষে। কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যেহেতু জাতীয় দলের কমিটির চেয়ারম্যান, শেষ পর্যন্ত তিনি রাখতে চাইলে অন্যদের আপত্তিতে খুব প্রভাব পড়ার কথা নয়। তবে কাবরেরার মতো বিদেশি কোচ দিয়ে জাতীয় দল খুব একটা যে সফলতা পাচ্ছে, তাও নয়। উল্টো বছরের পর বছর বিদেশি কোচদের মোটা অঙ্কের বেতন দিতে গিয়ে বাফুফেকে আর্থিক চাপে পড়তে হয়।
বর্তমান কোচ কাবরেরা শুধু বেতন হিসেবে প্রায় ১৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৫ লাখ টাকা) পাচ্ছেন। ২০২২ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার সময় তাঁর বেতন ছিল ৮ হাজার ডলার। ডিসেম্বর পর্যন্ত এক কাবরেরার পকেটেই গেছে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা। বিনিময়ে গত তিন বছরে নেই তাঁর উল্লেখযোগ্য কোনো অর্জন। শুধু কাবরেরাই নন, গত এক দশকে বাংলাদেশ জাতীয় দলে আরও ৯ জন বিদেশি কোচ কাজ করেছেন। যাঁরা প্রতি মাসে শুধু বেতন বাবদ নিয়েছেন ৭ থেকে ১০ হাজার ডলার করে। কিন্তু সে তুলনায় ১০ বছরে জাতীয় দলের বড় সাফল্য কোথায়? ২৩ জয় আর সর্বোচ্চ একবার সাফের সেমিফাইনাল পর্যন্ত খেলা। তবু বিদেশি কোচেই বেশি আস্থা বাফুফের।
গত ৫২ বছরে ৪৫ কোচ বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন। এর মধ্যে বিদেশি ২৪ আর স্থানীয় কোচ ২১ জন। দেশি কোচরা মাসে ২ থেকে সর্বোচ্চ ৫ হাজার ডলার করে বেতন পেয়েছেন। এমনও অনেক বিদেশি কোচ বাংলাদেশের কোচ হয়েছেন, যাঁদের জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতা ছিল না। কারও আবার কোচিং ক্যারিয়ার বাংলাদেশ দিয়েই শুরু হয়েছে।
গত কয়েক বছরে বাফুফে যে কজন কোচ নিয়োগ দিয়েছে, তাদের অধিকাংশের ম্যাচ রিডিং, ট্যাকটিস, টেকনিক, বদলির দক্ষতা কিংবা কৌশলগত দিকগুলোয় অনেক খুঁত ধরা পড়েছে। কাবরেরাও তাঁদের বাইরে নন। তাঁর অধীনে তিন বছরে ২৭ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচ। তবু কেন বিকল্প ভাবছে না বাফুফে?
নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একজন স্বনামধন্য কোচ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শ্রম বা অবদান তো ফুটবলাররাই ভালো জানে। তাদের জিজ্ঞেস করেন আমরা কে কী করেছি। সবকিছু শেখানোর পর বিদেশিরা এসে ভাগ বসায়। যে ছেলে শট নিতে পারত না, গোল করতে গিয়ে হাঁটু কাঁপত, সে যখন গোল করা শিখে যায়, তখন আর আমাদের দরকার পড়ে না! অথচ আমাদের চেয়ে কয়েক গুণ বেশি বেতন দিয়ে বাফুফে বিদেশি কোচ রাখছে। তাঁদের কাছে আমাদের গুরুত্ব নেই। আপনি কাবরেরাকে দেখুন, তাঁর সময়ে দল কী পেল? কিন্তু বেতন বাড়িয়েও তাঁকে ধরে রেখেছে ফেডারেশন।’
তবে স্বদেশি আর বিদেশি কোচদের একেকজনের দর্শন একরকম হলেও শেখার ক্ষেত্রে খুব একটা পার্থক্য দেখেন না কদিন আগে জাতীয় দলে অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা, ‘কোচ দেশি বলি আর বিদেশি, সবারই নিজস্ব একটা দর্শন থাকে। তবে ব্যাকরণগত দিকে খুব বেশি পার্থক্য দেখি না। ফর্টিসে আমি যে পরিকল্পনা অনুযায়ী খেলছি, জাতীয় দলে সেগুলোই থাকে। মাঝেমধ্যে দু-একটা ব্যতিক্রম পাই।’
এ বিষয়ে একটু ভিন্ন কথাই শোনালেন পুলিশ এফসির হয়ে খেলা জাতীয় দলের তারকা ডিফেন্ডার ইসা ফয়সাল। বললেন, ‘খেলোয়াড়দের সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। কোচ যিনিই হোক, আমাদের যেটা পারফর্ম করার, সেটাই করতে হয়। স্থানীয় কোচ থাকলে আমাদের খেলোয়াড়েরা একটা গা ছাড়া ভাব নিয়ে থাকে। আর বিদেশি হলে সেই সুযোগ থাকে না। অভিজ্ঞতা থেকে বলছি, বিদেশিরা সব সময় শৃঙ্খলার দিক থেকে কঠোর হয়ে থাকেন।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১২ ঘণ্টা আগে