Ajker Patrika

২৯ জেলার ফুটবল কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্ক
২৯ জেলার ফুটবল কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত
২৯ জেলার ফুটবল কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত

যাঁদের ভোটে নির্বাচিত হয়ে গত ২৬ অক্টোবর নতুন কমিটি গঠন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সেই ভোটারদের একাংশকে বিলুপ্ত ঘোষণা করেছে ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি!

বাফুফে ভবনে আজ চার ঘণ্টার দীর্ঘ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয় বাফুফে বর্তমান কমিটি। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনিই জানিয়েছেন দেশের ৩৫ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে তদন্ত শেষে ২৯টির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এই ২৯ কমিটির নাম গণমাধ্যমে জানানো হয়নি। যদিও সূত্রের খবর, এই তালিকায় আছে ঢাকা, ফেনী, নোয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ।

তবে হুট করেই কেন ২৯ জেলা কমিটি বিলুপ্ত করা হলো? এমন প্রশ্নে আমিরুল ইসলামের উত্তর, ‘আমরা ডিএফএ মনিটরিং করার জন্য কমিটি গঠন করেছিলাম। তারা তদন্ত করে এই ২৯ অ্যাসোসিয়েশনে অনিয়ম পেয়েছে। সে জন্য এগুলো বিলুপ্তর প্রস্তাব দেওয়া হয়। আর নির্বাহী কমিটির সভায় সবার সম্মতিতে কমিটিগুলো ভেঙে দেওয়া হলো।’

এদিকে যেসব জেলার কমিটি বিলুপ্ত করা হলো। সেখানে আবার অ্যাডহক কমিটি গঠন করা হবে। সেই অ্যাডহক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে পুনরায় জেলা কমিটিগুলো পুনর্গঠন করবে।

সভায় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেটি হলো রেফারিদের ভাতা বাড়ানো। কদিন আগে রেফারিরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল। গতকালের সভায় তাদের সেই দাবি পূরণ করে ভাতা ৪ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এই ভাতা তাঁরা আগামী বছরের জানুয়ারি থেকে পাবেন।

তবে দুই বিদেশি কোচ পিটার বাটলার ও হাভিয়ের কাবরেরার চুক্তি নিয়ে সভায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিটি। এ বিষয়ে সাত দিন সময় নিয়েছে বাফুফে। শিগগিরই তারা আরেকটি সভা করে দুই কোচ এবং আগামী বছরের ফুটবল বাজেট ও সূচি চূড়ান্ত করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত