অনলাইন ডেস্ক
গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।
এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!
গত নভেম্বরে জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। দেশের হয়ে অভিষেক হওয়া সেই নোভাই আজ গাজীপুরে নজর কাড়লেন বল পায়ে। ফকিরেরপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটা ৩-০ গোলে জয় পায় ফর্টিস এফসি। যে ম্যাচে দুটি গোলই আসে নোভার সৌজন্যে।
এ জয়ে স্বস্তি ফিরল ফর্টিস এফসির পাশাপাশি নোভার মনেও। চলমান মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ক্লাবটি। যার মধ্যে এটাই তাদের প্রথম জয়। আগে দুই ম্যাচের একটিতে ড্র আর বাকি ম্যাচে হেরেছিল ফর্টিস। সে জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাদের খুব দরকার ছিল। আর দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঝলক দেখালেন নোভা। ক্লাব ক্যারিয়ারের অতীত অধ্যায় খুব একটা ভালো কাটেনি তাঁর। ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান। তারপর শেখ জামাল হয়ে ফর্টিসে। এখন দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটেই ওমর সারের গোলে লিড নেয় ফর্টিস। ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন নোভা। শেষদিকে এক গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফকিরেরপুল।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে দুটি গোলই করেন সেনেগালের চিক সেনে। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। আর রেফারির বিদায়ী বাঁশির ঠিক আগ মুহূর্তে সেনে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে একাই দ্বিতীয় ও শেষ গোলটি করেন।
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট জমা করল। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখল। মূলত তাদের দল গড়তে গিয়েই যত সমস্যা হয়। তাও জোড়াতালি দিয়ে একটা দল গড়ে চট্টগ্রাম আবাহনী। যায় ফল খুব একটা সুখকর হচ্ছে না!
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৬ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে