‘মায়া’ থাকবে প্রথম সারিতে, আশাবাদ শিল্পীদের
ঈদে মুক্তি পাচ্ছে চার তারকার ‘মায়া: দ্য লাভ’। প্রেমের গল্পে সিনেমাটি বানিয়েছেন জসিম উদ্দিন জাকির। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, শবনম বুবলী ও রোশান। মুক্তি উপলক্ষে গত রোববার রাজধানীর এক রেস্টুরেস্টে আয়োজন করা হয় ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের।