Ajker Patrika

ঈদের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল ডেডবডি ও পটু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৫: ১৭
Thumbnail image

ঈদ এলেই সিনেমা মুক্তির প্রতিযোগিতা তৈরি হয়। এবার মুক্তির তালিকায় ছিল ১৩টি সিনেমা। দেশে হলের সংখ্যা কম থাকায় এত সিনেমা কোথায় চলবে তা নিয়ে সবার মনে ছিল প্রশ্ন। তবে মুক্তির সিদ্ধান্তে অনড় ছিলেন নির্মাতা-প্রযোজকেরা। সবাই নিজেদের জায়গা থেকে চালিয়ে গেছেন প্রচার। তবে হল পাওয়া নিয়ে যে শঙ্কা ছিল, সেটাই সত্যি হচ্ছে। শেষ মুহূর্তে এসে ঈদের সিনেমার তালিকা থেকে সরে দাঁড়াল মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ ও আহমেদ হুমায়ুনের ‘পটু’৷ 

ঈদের পরিবর্তে আগামী ৩ মে মুক্তি পাবে ‘ডেডবডি’। সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল সোশ্যাল মিডিয়ায় জানান, নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের কথাতেই ঈদে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুকে অনন্ত জলিলের একটি ভিডিও বার্তা শেয়ার করে ইকবাল লিখেন, ‘ব্রাদার (অনন্ত জলিল) আপনাকে আমি ভালোবাসি। আপনি বলার সাথে সাথে আমি ঈদে রিলিজ না করে দুই সপ্তাহ পিছিয়েছি। এবং হল মালিকদের চিঠি দিয়ে দুই সপ্তাহ পর প্রদর্শনের জন্য অনুরোধ করেছি।’

ভৌতিক ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘ডেডবডি’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, রোশান, শ্যামল মাওলা, অন্বেষা রায় প্রমুখ।

অন্যদিকে ‘পটু’ সিনেমা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি ফেসবুকে জানায়, ‘বেশ কয়েকটি সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার ও হল পাওয়া সত্যেও আমরা শেষ পর্যন্ত কিছু টেকনিক্যাল কাজ সম্পন্ন করতে পারিনি বলে ভালো দর্শক সাড়া পাওয়ার পরও এই ঈদে আসছি না। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের কথা বিবেচনা করে ‘পটু’ সিনেমাটি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেশব্যাপী আপনাদের সামনে নিয়ে আসব ইনশা আল্লাহ।’

 ’পটু’ সিনেমার পোষ্টাররাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চলের জীবনাচারের গল্পে একঝাঁক নতুন মুখ নিয়ে ‘পটু’ বানিয়েছেন আহমেদ হুমায়ুন। এটি নির্মাতার প্রথম সিনেমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর, আফরা শাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত