Ajker Patrika

ঈদের তালিকায় যুক্ত হলো আদর-পূজার ‘লিপস্টিক’

ঈদের তালিকায় যুক্ত হলো আদর-পূজার ‘লিপস্টিক’

এবার ঈদে মুক্তির অপেক্ষায় আছে ডজনখানেক সিনেমা। হলের সংকট থাকলেও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঈদের ১০ দিন বাকি থাকতে মুক্তির তালিকায় যোগ হলো নতুন আরেক সিনেমা। ঈদ উৎসবে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ সিনেমার। বানিয়েছেন কামরুজ্জামান রোমান।

গতকাল সিনেমার আইটেম গান প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ‘বেসামাল’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য। কবির বকুলের লেখা গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গনের সঙ্গে নেচেছেন পূজা চেরি।

ঈদে মুক্তির প্রসঙ্গে নির্মাতা রোমান বলেন, ‘ঈদের সময় দর্শকের উপস্থিতি বেশি থাকে। তাই ঈদে মুক্তির সিদ্ধান্ত। উৎসবে মুক্তি পাওয়ার মতো সব উপাদান আছে এই সিনেমায়। আশা করি, হলে গিয়ে দর্শকেরা উপভোগ করবেন সিনেমাটি।’

ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। বুচির নায়িকা হওয়ার জার্নি নিয়েই তৈরি হয়েছে লিপস্টিকের চিত্রনাট্য। বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।

সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘বাস্তব জীবনেও গ্রামের অনেক মেয়ের এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এ সিনেমাতে বুচিও এমন এক নারী।’

লিপস্টিক সিনেমায় পূজা চেরির নায়ক আদর আজাদ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...