বিনোদন ডেস্ক
প্রথম সন্তানের অপেক্ষায় বলিউড অভিনেতা রণবীর সিং। শোনা গিয়েছিল, এই সময়টাতে পিতৃত্বকালীন ছুটি নেবেন। নতুন কোনো কাজে এখনই হাত দেবেন না তিনি। তবে এবার পিঙ্কভিলা জানিয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক প্রশান্ত বর্মার সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা নিয়ে নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন। গত তিন মাস ধরে পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায়ও বসেছেন তিনি।
সম্প্রতি প্রশান্তের তেলুগু-হিন্দি সিনেমা ‘হনুমান’ মন জয় করে নিয়েছে দর্শকের, সঙ্গে সমালোচক থেকেও পেয়েছে প্রশংসা। এর পরেই পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন রণবীর। প্রশান্তের কাজ নাকি বরাবরই পছন্দ অভিনেতার। তখন সিনেমাটির সিক্যুয়েল ‘জয় হনুমান’ নিয়েও হয়েছিল আলোচনা। শোনা গিয়েছিল, সেই ছবিতেই প্রশান্তের সঙ্গে কাজ করতে পারেন রণবীর।
তবে আপাতত সিক্যুয়েলে নয়, সম্পূর্ণ নতুন পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা নিয়েই আলোচনা চালিয়েছেন রণবীর-প্রশান্ত। তবে কথাবার্তা শুরু হলেও সিনেমাটি শুরু হতে অবশ্য এখনো ঢের দেরি। পিরিয়ড ড্রামা হওয়ায় এর বাজেটও হবে অনেক বড়। ইতিমধ্যে আলোচনা চলছে কয়েকটি বড় প্রযোজনা সংস্থা ও স্টুডিওর সঙ্গে।
তবে এর আগে বক্স অফিসে পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় রণবীরের ওপরে ভরসা করতে সংশয় ছিল বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার। এবার তাই আগেভাগে নিজের ছবি নিয়ে কোনো ঘোষণা করতে চান না রণবীর।
প্রথম সন্তানের অপেক্ষায় বলিউড অভিনেতা রণবীর সিং। শোনা গিয়েছিল, এই সময়টাতে পিতৃত্বকালীন ছুটি নেবেন। নতুন কোনো কাজে এখনই হাত দেবেন না তিনি। তবে এবার পিঙ্কভিলা জানিয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক প্রশান্ত বর্মার সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা নিয়ে নাকি ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন। গত তিন মাস ধরে পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায়ও বসেছেন তিনি।
সম্প্রতি প্রশান্তের তেলুগু-হিন্দি সিনেমা ‘হনুমান’ মন জয় করে নিয়েছে দর্শকের, সঙ্গে সমালোচক থেকেও পেয়েছে প্রশংসা। এর পরেই পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন রণবীর। প্রশান্তের কাজ নাকি বরাবরই পছন্দ অভিনেতার। তখন সিনেমাটির সিক্যুয়েল ‘জয় হনুমান’ নিয়েও হয়েছিল আলোচনা। শোনা গিয়েছিল, সেই ছবিতেই প্রশান্তের সঙ্গে কাজ করতে পারেন রণবীর।
তবে আপাতত সিক্যুয়েলে নয়, সম্পূর্ণ নতুন পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা নিয়েই আলোচনা চালিয়েছেন রণবীর-প্রশান্ত। তবে কথাবার্তা শুরু হলেও সিনেমাটি শুরু হতে অবশ্য এখনো ঢের দেরি। পিরিয়ড ড্রামা হওয়ায় এর বাজেটও হবে অনেক বড়। ইতিমধ্যে আলোচনা চলছে কয়েকটি বড় প্রযোজনা সংস্থা ও স্টুডিওর সঙ্গে।
তবে এর আগে বক্স অফিসে পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় রণবীরের ওপরে ভরসা করতে সংশয় ছিল বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার। এবার তাই আগেভাগে নিজের ছবি নিয়ে কোনো ঘোষণা করতে চান না রণবীর।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
১১ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১১ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
১৫ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
১৫ ঘণ্টা আগে