বরিশালে দোকান কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ
বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নেতারা ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ শুক্রবার চকবাজার রোডে এই সমাবেশ হয়। এ সময় তারা অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সপ্তাহে দেড় দিন ছুটি, নিয়োগপত্র ও পরিচয়পত্র পাওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করেন।