Ajker Patrika

পাসের হারে দেশসেরা বরিশাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৮: ৩২
Thumbnail image

এসএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে দেশসেরা হয়েছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। এ হার গত বছরের চেয়ে বেশি। গত বছর ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৭৬৮ জন। 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের এসএসসির ফলাফলে পাসের হারে বরিশাল বোর্ড প্রথম হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় এ ফল হয়েছে।’ 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘এ বছর গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যার প্রভাব পড়েছে গড় পাসের হার ও জিপিএ-৫-এ।’
 
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে ৯০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
 
ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন। অপর দিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫৪ জন।
 
এই বোর্ডে ছাত্র ছিল ৪৩ হাজার ১৬০ জন এবং পাস করেছে ৩৮ হাজার ৯৩ জন। ছাত্রী ৪৭ হাজার ৩৬ জনের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ২৪৬ জন। 
 
বিভাগভিত্তিক পাসের হার সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে, ৯৬ দশমিক ৭৯ শতাংশ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৭ এবং মানবিক বিভাগে ৮৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত