Ajker Patrika

কম দামে মরিচ বিক্রির বিরোধ: আহত আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কম দামে মরিচ বিক্রির বিরোধ: আহত আরও ১ জনের মৃত্যু

বরিশালে কম দামে কাঁচামরিচ বিক্রি নিয়ে বিরোধের ঘটনায় ছুরিকাঘাতে আহত আরও এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সবজি বিক্রেতা আলমগীর (৪০) হোসেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া গ্রামের তিনু মাঝির ছেলে। এর আগে শনিবার নগরীর কাশীপুর বাজারে কাঁচামরিচ বিক্রি নিয়ে বিরোধের ঘটনায় ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হন সবজি বিক্রেতা কামাল হোসেন (৩০)। 

নগরীর কাশীপুর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফরিদ আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শনিবার কাশীপুর বাজারে সকাল থেকে ৩০০ টাকা কেজি করে কাঁচামরিচ বিক্রি করে ব্যবসায়ীরা। বাজার সংলগ্ন সড়কে ভ্যানে করে একই মরিচ সোহেল রানা বিক্রি করছিল ১২০ টাকা দরে। 

খবর পেয়ে আলমগীর হোসেনসহ কাঁচাবাজারের সব সবজি বিক্রেতা এক জোট হয়ে সোহেল রানার ওপর হামলা চালায়। তখন সোহেল আত্মরক্ষায় সবজি কাটার চাকু হাতে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সবজি বিক্রেতা কামাল হোসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সবজি বিক্রেতা সোহেল রানাকে আহতাবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। 

পরে নিহত সবজি বিক্রেতা কামাল হোসেনের স্ত্রী মাহফুজা বেগম বাদী হয়ে সোহেল রানাকে একমাত্র আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত