নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে ফল ব্যবসায়ী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ কক্ষের দরজা ভেঙে, গলায় গামছা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা—ওই যুবক আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার সকালে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল, সি-প্যালেসের ২০৯ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম—রানা মিয়া ওরফে শাকিল (২১)। তিনি শাকিল নরসিংদীর শিবপুর উপজেলার মো. বাছেদ মিয়ার ছেলে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন আজকের পত্রিকাকে জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করেন।
হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছে, শাকিল বিভিন্ন জেলা থেকে মৌসুমি ফল লটকন এনে বরিশালে বিক্রি করতেন। তিনি পোর্ট রোডে সি-প্যালেস হোটেলের ২০৯ নম্বর কক্ষে থাকতেন। শুক্রবার সকালে নরসিংদী থেকে শাকিলের মামা জামাল হোসেন শাকিলের ফোনে কল দিয়ে তাঁর সারা পাননি। এ সময় পূর্ব পরিচিত এবং হোটেল সংলগ্ন ভূঁইয়া বাণিজ্যালয়ের শ্রমিক মো. আসলামকে বিষয়টি জানান শাকিলের মামা। পরে আসলাম হোটেলে গিয়ে অন্যদের সঙ্গে নিয়ে কক্ষের বাইর থেকে ডাকাডাকি করে। তখনো শাকিলের সারা না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
এসআই মো. সুমন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে।
বরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে ফল ব্যবসায়ী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ কক্ষের দরজা ভেঙে, গলায় গামছা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা—ওই যুবক আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার সকালে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল, সি-প্যালেসের ২০৯ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম—রানা মিয়া ওরফে শাকিল (২১)। তিনি শাকিল নরসিংদীর শিবপুর উপজেলার মো. বাছেদ মিয়ার ছেলে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন আজকের পত্রিকাকে জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করেন।
হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছে, শাকিল বিভিন্ন জেলা থেকে মৌসুমি ফল লটকন এনে বরিশালে বিক্রি করতেন। তিনি পোর্ট রোডে সি-প্যালেস হোটেলের ২০৯ নম্বর কক্ষে থাকতেন। শুক্রবার সকালে নরসিংদী থেকে শাকিলের মামা জামাল হোসেন শাকিলের ফোনে কল দিয়ে তাঁর সারা পাননি। এ সময় পূর্ব পরিচিত এবং হোটেল সংলগ্ন ভূঁইয়া বাণিজ্যালয়ের শ্রমিক মো. আসলামকে বিষয়টি জানান শাকিলের মামা। পরে আসলাম হোটেলে গিয়ে অন্যদের সঙ্গে নিয়ে কক্ষের বাইর থেকে ডাকাডাকি করে। তখনো শাকিলের সারা না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
এসআই মো. সুমন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে।
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩ মিনিট আগেগাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
২০ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
২৪ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
১ ঘণ্টা আগে