খালেদা জিয়াকে ‘কালোমানিক’ উপহার দিতে চান এক কৃষক
সোহাগ মৃধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা ও আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী। প্রায় ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন তিনি। সেই গাভীর বাচ্চা হিসেবে জন্ম নেয় কালোমানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়টির ওজন এখন প্রায় ৩৫ মণ (প্রায় ১,৪০০ কেজি), লম্বায় ১০ ফুট ও